আইটেম গান নয়, চলচ্চিত্রেই অভিনয় করছেন ভাবনা

- আপডেট সময় : ০৪:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৬৭ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। যেখানে দেখা যাচ্ছে নাচের পোশাকে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তা দেখে অনেকেই মনে করেছেন, সিনেমার আইটেম সংয়ে নাচতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে ভাবনা জানালেন, আইটেম গান নয়, চলচ্চিত্রেই অভিনয় করছেন তিনি। যার নাম ‘পায়েল’। সিনেমাতে স্বনামে থাকবেন এই অভিনেত্রী। তিনি জানান, এটা মূলত যৌনপল্লীর একটি চরিত্রের জন্য কাজটি করতে হয়েছে। স্ক্রিপ্টে আছে এই গান। সেটা বানিয়ে এর দৃশ্যধারণ হয়েছে।
ভাবনার কথায়, ‘‘আমি কোনো আইটেম গানে হাজির হইনি। আমি একটি ছবি করছি ‘পায়েল’ নামে। নির্মাতা রায়হান খান। এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হবো। চলচ্চিত্রের একটি গানে আমি নেচেছি। নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্যে আনন্দের যে কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম।’’
জানা যায়, ‘পায়েল’ সিনেমায় ভাবনা ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ।