ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলুদ সাগরের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে দক্ষিণ কোরীয় উপদ্বীপে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসময় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শেষ হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, নিজেদের পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। এরআগে, ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়ার জেরে বুধবার দু’টি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করে দেশটি। এর তিনদিন পরই আজ আবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। এ ধরনের যৌথ মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া।

তবে, এই মহড়াকে প্রতিরক্ষামূলক হিসেবে দাবি করে সিউল ও ওয়াশিংটন। উত্তর কোরিয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো নতুন না হলেও চলতি বছর ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দেশটি।

নিউজটি শেয়ার করুন

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ.কোরিয়া

আপডেট সময় : ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

হলুদ সাগরের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে দক্ষিণ কোরীয় উপদ্বীপে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসময় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শেষ হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, নিজেদের পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। এরআগে, ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়ার জেরে বুধবার দু’টি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করে দেশটি। এর তিনদিন পরই আজ আবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। এ ধরনের যৌথ মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া।

তবে, এই মহড়াকে প্রতিরক্ষামূলক হিসেবে দাবি করে সিউল ও ওয়াশিংটন। উত্তর কোরিয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো নতুন না হলেও চলতি বছর ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দেশটি।