হলুদ সাগরের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে দক্ষিণ কোরীয় উপদ্বীপে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসময় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শেষ হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, নিজেদের পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। এরআগে, ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়ার জেরে বুধবার দু’টি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করে দেশটি। এর তিনদিন পরই আজ আবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। এ ধরনের যৌথ মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া।
তবে, এই মহড়াকে প্রতিরক্ষামূলক হিসেবে দাবি করে সিউল ও ওয়াশিংটন। উত্তর কোরিয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো নতুন না হলেও চলতি বছর ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দেশটি।