ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টাইগারদের একাদশে পরিবর্তনের ইঙ্গিত হাথুরুসিংহের!‍

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬০২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের একাদশে পরিবর্তন আসার আভাস দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার (২ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার আভাস দিয়েছেন হাথুরুসিংহে। তিনি জানান, উইকেটে ভিন্নতা থাকলে দলের কম্বিনেশন নিয়ে ভাবা হবে। এ প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘আমরা এখানে কেবলই এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেটে ভিন্নতা থাকে তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ তামিম ভালো শুরু এনে দিতে না পারলেও তাদের ওপর আস্থা রাখছেন কোচ হাথুরুসিংহে। দুই ওপেনারকে প্রতিভাবান উল্লেখ করে টাইগারদের কোচ বলেন, ‘টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে, আরেকজন অসুস্থ। বর্তমান দলে যারা রয়েছে তাদের ওপরই আমাদের ভরসা রাখতে হবে। তারা প্রতিভাবান বলেই দলে আছে।’

এশিয়া কাপের কিছুদিন পরই শুরু হবে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেও অনেকে দেখছে এশিয়া কাপকে। তবে টাইগার কোচের ভাবনায় এখন কেবলই এশিয়া কাপ। হাথুরুসিংহে বলেন, ‘আপাতত আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।’

নিউজটি শেয়ার করুন

টাইগারদের একাদশে পরিবর্তনের ইঙ্গিত হাথুরুসিংহের!‍

আপডেট সময় : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের একাদশে পরিবর্তন আসার আভাস দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার (২ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার আভাস দিয়েছেন হাথুরুসিংহে। তিনি জানান, উইকেটে ভিন্নতা থাকলে দলের কম্বিনেশন নিয়ে ভাবা হবে। এ প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘আমরা এখানে কেবলই এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেটে ভিন্নতা থাকে তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ তামিম ভালো শুরু এনে দিতে না পারলেও তাদের ওপর আস্থা রাখছেন কোচ হাথুরুসিংহে। দুই ওপেনারকে প্রতিভাবান উল্লেখ করে টাইগারদের কোচ বলেন, ‘টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে, আরেকজন অসুস্থ। বর্তমান দলে যারা রয়েছে তাদের ওপরই আমাদের ভরসা রাখতে হবে। তারা প্রতিভাবান বলেই দলে আছে।’

এশিয়া কাপের কিছুদিন পরই শুরু হবে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেও অনেকে দেখছে এশিয়া কাপকে। তবে টাইগার কোচের ভাবনায় এখন কেবলই এশিয়া কাপ। হাথুরুসিংহে বলেন, ‘আপাতত আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।’