পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিলো ভারত
- আপডেট সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৩৬ বার পড়া হয়েছে
এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের দেয়া ২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করবে পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে ভারত।
আগে ব্যাটে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। দলীয় ১৫ রানের মাথায় শাহিন আফ্রিদির বলে বোল্ড হন রোহিত শর্মা। এরপর এই বোলার ফেরান ৩ রান করা বিরাট কোহলিকে। দলীয় ৪৮ রানের মাথায় শ্রেয়াস আইয়ার এবং ৬৬ রানের মাথায় শুবমান গিল ফিরলে বিপাকে পড়ে ভারত।
এরপর পঞ্চম উইকেটে জুটি গড়েন ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। তাদের জুটিতে আসে ১৩৮ রান। দলীয় ২০৪ রানের মাথায় ইশান কিষাণকে ফিরিয়ে জুটি ভাঙেন হারিস রউফ। এই ব্যাটার ৮৩ বলে করেন ৮২।
কিছুদূর এগিয়ে তার সঙ্গী হার্দিক পান্ডিয়া ফেরেন ৯০ বলে ৮৭ রান করে। এরপর আর কেউই দাঁড়াতে পারেনি পাকিস্তানি বোলারদের তোপের মুখে। ৭ বল বাকি থাকতেই অলআউট হয় ২৬৬ রানে।
শাহিন আফ্রিদি চারটি এবং হারিস রউফ ও নাসিম শাহ নেন তিনটি করে উইকেট।