Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ নিজের পূর্বপুরুষের গ্রামে পুতিন

রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি তুরগিনোভো গ্রামে ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্বপুরুষদের আবাস। হঠাৎ নিজের সেই পূর্বপুরুষের গ্রাম পরিদর্শনে গেছেন তিনি। হঠাৎ প্রেসিডেন্টের আগমনে চমকে যান ওই এলাকার মানুষ। তার অঘোষিত সফরের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্রামবাসী।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সেখানে যাত্রাবিরতি দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে বরণ করা হয় পুতিনকে। স্থানীয়দের সাথে খোশগল্পে মেতে ওঠেন তিনি। প্রেসিডেন্টকে কাছে পেয়ে আবাসন ব্যবস্থা উন্নয়নসহ নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন স্থানীয়রা।

অঞ্চলটির জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেন পুতিন। মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয় পুতিনের এই সফর। কিছুক্ষণের মধ্যেই তিনি রওয়ানা দেন মস্কোর পথে।

হঠাৎ নিজের পূর্বপুরুষের গ্রামে পুতিন

আপডেট : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি তুরগিনোভো গ্রামে ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্বপুরুষদের আবাস। হঠাৎ নিজের সেই পূর্বপুরুষের গ্রাম পরিদর্শনে গেছেন তিনি। হঠাৎ প্রেসিডেন্টের আগমনে চমকে যান ওই এলাকার মানুষ। তার অঘোষিত সফরের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্রামবাসী।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সেখানে যাত্রাবিরতি দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে বরণ করা হয় পুতিনকে। স্থানীয়দের সাথে খোশগল্পে মেতে ওঠেন তিনি। প্রেসিডেন্টকে কাছে পেয়ে আবাসন ব্যবস্থা উন্নয়নসহ নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন স্থানীয়রা।

অঞ্চলটির জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেন পুতিন। মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয় পুতিনের এই সফর। কিছুক্ষণের মধ্যেই তিনি রওয়ানা দেন মস্কোর পথে।