ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টানা ৩ মাস কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৭২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে সদ্য সমাপ্ত আগস্টেও স্বর্ণের দাম কমেছে। এ নিয়ে টানা ৩ মাস নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে গত মাসে মূল্যস্ফীতি শিথিল হয়েছে। সেই সঙ্গে একই সময়ে দেশটিতে প্রত্যাশার চেয়ে কম মানুষের চাকরি হয়েছে। ফলে চলতি বছরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। তাই স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে।

দৈনিক ভিত্তিতে গত বৃহস্পতিবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৬৫ ডলার ৯ সেন্টে। সবমিলিয়ে আগস্টে স্বর্ণের বড় দরপতন ঘটেছে। আলোচ্য মাসে গুরুত্বপূর্ণ ধাতুটি দর হারিয়েছে ২ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে গত ৪ মাসের মধ্যে ৩ মাসই স্বর্ণের মূল্য হ্রাস পেলো।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হাবেরকর্ন বলেন, এখন অপেক্ষা করুন ও দেখুন মুডে রয়েছে স্বর্ণ। আগামী সময়ে বন্ড ইল্ড নিম্নমুখী হলে বুলিয়ন কিছুটা শক্তি ফিরে পেতে পারে। ওই দিন মার্কিন ট্রেজারি ইল্ড সামান্য নিম্নগামী হয়েছে। তবে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান কিছুটা বেড়েছে। ফলে স্বর্ণের দাম কমেছে।

একই দিনে ‍রুপার দাম কমেছে ১ দশমিক ১৬ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ২৪ ডলার ৮১ সেন্টে। সেই কার্যদিবসে প্লাটিনাম দর হারিয়েছে শূন্য দশমিক ৯১ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ৯৭৪ ডলার ৪ সেন্টে।

নিউজটি শেয়ার করুন

টানা ৩ মাস কমলো স্বর্ণের দাম

আপডেট সময় : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক বাজারে সদ্য সমাপ্ত আগস্টেও স্বর্ণের দাম কমেছে। এ নিয়ে টানা ৩ মাস নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে গত মাসে মূল্যস্ফীতি শিথিল হয়েছে। সেই সঙ্গে একই সময়ে দেশটিতে প্রত্যাশার চেয়ে কম মানুষের চাকরি হয়েছে। ফলে চলতি বছরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। তাই স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে।

দৈনিক ভিত্তিতে গত বৃহস্পতিবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৬৫ ডলার ৯ সেন্টে। সবমিলিয়ে আগস্টে স্বর্ণের বড় দরপতন ঘটেছে। আলোচ্য মাসে গুরুত্বপূর্ণ ধাতুটি দর হারিয়েছে ২ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে গত ৪ মাসের মধ্যে ৩ মাসই স্বর্ণের মূল্য হ্রাস পেলো।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হাবেরকর্ন বলেন, এখন অপেক্ষা করুন ও দেখুন মুডে রয়েছে স্বর্ণ। আগামী সময়ে বন্ড ইল্ড নিম্নমুখী হলে বুলিয়ন কিছুটা শক্তি ফিরে পেতে পারে। ওই দিন মার্কিন ট্রেজারি ইল্ড সামান্য নিম্নগামী হয়েছে। তবে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান কিছুটা বেড়েছে। ফলে স্বর্ণের দাম কমেছে।

একই দিনে ‍রুপার দাম কমেছে ১ দশমিক ১৬ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ২৪ ডলার ৮১ সেন্টে। সেই কার্যদিবসে প্লাটিনাম দর হারিয়েছে শূন্য দশমিক ৯১ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ৯৭৪ ডলার ৪ সেন্টে।