দেশের প্রথম উড়ালসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৯৬ বার পড়া হয়েছে
স্বপ্নের মেট্রোরেলের পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (দোসরা সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় দেশের প্রথম উড়ালসড়কের দ্বার খুলেন প্রধানমন্ত্রী। এর আগে নির্ধারিত টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির বহর।
শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত নির্মিত হচ্ছে এই এক্সপ্রেসওয়ে। ১৯ দশমিক ৭৩ কিলোমিটার মোট দূরত্বের মধ্যে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের ১০ কিলোমিটার উদ্বোধন হয়েছে।
আর রোববার (তেসরা সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এই অংশ সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের যানের জন্য আলাদা করে টোল নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এক্সপ্রেসওয়ের এই অংশে যানবাহনকে চার শ্রেণিতে ভাগ করে টোল ঠিক করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে সর্বনিম্ন টোল ৮০ ও সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।