সুষ্ঠু নির্বাচন করাই আমাদের শপথ: কাদের
- আপডেট সময় : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৭১৪ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (দোসরা সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিরোধীরা নিষেধাজ্ঞা আর ভিসানীতির কথা বলে। আমরা তো অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই। এখানে বিদেশি বন্ধুরা আছে, আমরা কথা দিতে চাই- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা করবো। এটাই আমাদের শপথ। আমাদের সিয়েরা লিওনের কথা বলে লাভ নেই।
তিনি বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনা পদত্যাগ করবেন না। সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে।
আওয়ামী লীগের উন্নয়নচিত্র তুলে ধরে তিনি আরও বলেন, শেখ হাসিনা দিয়েছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, একদিনে শত সেতু, একদিনে শত সড়ক। তোমরা (বিএনপি) কী দিয়েছো? ঘোড়ার ডিম!
ওবায়দুল কাদের বলেন, গতকাল ছাত্রলীগের সমাবেশ দেখে ওদের (বিএনপি) ঘুম নাই। আজকের এই ছবি দেখলে মূর্ছা যাবে। এই মহাসমুদ্রের ছবি দেখলে ওরা হারিয়েও যেতে পারে।
ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে রুট নিয়ে কত সমস্যা! সেখানে শেখ হাসিনা এ সমস্যারও সমাধান করে দিয়েছেন। এই উড়াল সড়ক, মেট্রোরেলের রুট, সবই তার দেখানো ডিজাইনে করা।