ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবার হিথ স্ট্রিকের মৃত্যুর খবর দিলেন স্ত্রী

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৩ আগস্ট একবার জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সতীর্থ হেনরি ওলোঙ্গার দেওয়া সে খবর পরে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এ নিয়ে পরে দুঃখ প্রকাশ করেছেন ওলোঙ্গা। তবে আজ সকালে আবার সাবেক অলরাউন্ডারের মৃত্যুর খবর এসেছে। ফেসবুকে সে খবর জানিয়েছেন তাঁর নাদিন স্ট্রিক।

আজ দুই ঘন্টা আগে ফেসবুক পোস্টে নাদিন জানিয়েছেন, ‘আজ ভোরে, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর রোববার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা ও আমার সুন্দর ছেলেমেয়েদের বাবা, যে জীবনের শেষ দিনগুলো পরিবার ও কাছের মানুষদের ভালোবাসার মধ্যে কাটাতে চেয়েছে, তাঁকে দেবদূতরা এসে নিয়ে গেছে। সে শান্তি ও ভালোবাসা নিয়ে গেছে, শেষ যাত্রার শুরুটায় সঙ্গ পেয়েছে সে। আজীবন আমাদের আত্মা এক হয়ে থাকবে। আবারও তোমাকে জড়িয়ে ধরা পর্যন্ত অপেক্ষায় থাকব।’

দীর্ঘদিন ধরে লিভার ও কোলনের ক্যানসারের সঙ্গে লড়ছিলেন স্ট্রিক। মাত্র ৪৯ বছর বয়সেই চলে যেতে হলো তাঁকে। জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা এই তারকা টেস্টে উইকেট নিয়েছেন ২১৬টি, ওয়ানডেতে ২৩৯।

জিম্বাবুয়ের ইতিহাসের সেরা অলরাউন্ডার ব্যাটিংয়েও বেশ কার্যকরী ছিলেন। টেস্টে তাঁর রান ১ হাজার ৯৯০ আর ওয়ানডেতে ২ হাজার ৯৪৩। জিম্বাবুয়ের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে ন্যূনতম ১ হাজার রান ও ১০০ উইকেট, এবং ওয়ানডেতে ন্যূনতম ২ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া কীর্তি তাঁর।

২০১৪ থেকে ২০১৬ – এই দুবছর বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন। তাঁর অধীনেই ২০১৫ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন তাসকিন, রুবেলরা। ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিপক্ষে দাপট দেখিয়েছেন পেসাররা।

যদিও জিম্বাবুয়ের ক্রিকেটের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

এবার হিথ স্ট্রিকের মৃত্যুর খবর দিলেন স্ত্রী

আপডেট সময় : ০৭:১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

গত ২৩ আগস্ট একবার জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সতীর্থ হেনরি ওলোঙ্গার দেওয়া সে খবর পরে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এ নিয়ে পরে দুঃখ প্রকাশ করেছেন ওলোঙ্গা। তবে আজ সকালে আবার সাবেক অলরাউন্ডারের মৃত্যুর খবর এসেছে। ফেসবুকে সে খবর জানিয়েছেন তাঁর নাদিন স্ট্রিক।

আজ দুই ঘন্টা আগে ফেসবুক পোস্টে নাদিন জানিয়েছেন, ‘আজ ভোরে, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর রোববার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা ও আমার সুন্দর ছেলেমেয়েদের বাবা, যে জীবনের শেষ দিনগুলো পরিবার ও কাছের মানুষদের ভালোবাসার মধ্যে কাটাতে চেয়েছে, তাঁকে দেবদূতরা এসে নিয়ে গেছে। সে শান্তি ও ভালোবাসা নিয়ে গেছে, শেষ যাত্রার শুরুটায় সঙ্গ পেয়েছে সে। আজীবন আমাদের আত্মা এক হয়ে থাকবে। আবারও তোমাকে জড়িয়ে ধরা পর্যন্ত অপেক্ষায় থাকব।’

দীর্ঘদিন ধরে লিভার ও কোলনের ক্যানসারের সঙ্গে লড়ছিলেন স্ট্রিক। মাত্র ৪৯ বছর বয়সেই চলে যেতে হলো তাঁকে। জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা এই তারকা টেস্টে উইকেট নিয়েছেন ২১৬টি, ওয়ানডেতে ২৩৯।

জিম্বাবুয়ের ইতিহাসের সেরা অলরাউন্ডার ব্যাটিংয়েও বেশ কার্যকরী ছিলেন। টেস্টে তাঁর রান ১ হাজার ৯৯০ আর ওয়ানডেতে ২ হাজার ৯৪৩। জিম্বাবুয়ের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে ন্যূনতম ১ হাজার রান ও ১০০ উইকেট, এবং ওয়ানডেতে ন্যূনতম ২ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া কীর্তি তাঁর।

২০১৪ থেকে ২০১৬ – এই দুবছর বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন। তাঁর অধীনেই ২০১৫ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন তাসকিন, রুবেলরা। ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিপক্ষে দাপট দেখিয়েছেন পেসাররা।

যদিও জিম্বাবুয়ের ক্রিকেটের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।