Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি খোয়ালেন রেসলার সিএম পাঙ্ক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৮:৩৫:৫০ পূর্বাহ্ন, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৭ দেখেছেন

গত এক দশকে রেসলিং জগতের অন্যতম বড় তারকা তিনি। তা সত্ত্বেও ঠিক কোনো রেসলিং প্রতিষ্ঠানের সঙ্গেই পুরোপুরি বনিবনা হয় না ফিলিপ জ্যাক ব্রুকসের – রেসলিং ভক্তদের কাছে যিনি সিএম পাঙ্ক নামেই বেশি পরিচিত। ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)’ এর উর্ধ্বতন কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সাত বছর ছিলেন রেসলিং রিংয়ের বাইরে। বছর দুয়েক আগে আবারও রেসলিং রিংয়ে ফিরেছিলেন বর্তমান সময়ে ডব্লিউডব্লিউই’র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘অল এলিট রেসলিং (এইডব্লিউ)’ এর অন্যতম প্রধান তারকা হয়ে।

রেসলিংয়ে পাঙ্কের দ্বিতীয় অধ্যায়ও বেশী দীর্ঘ হলো না – আর সেটা হলো না তাঁর নিজের জন্যই। ড্রেসিংরুমে সতীর্থ রেসলার জ্যাক পেরির সঙ্গে মারামারি করেছিলেন কয়েকদিন আগে, ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এইডব্লিউ’র বিশেষ ইভেন্ট ‘অল ইন’-এ। সে কারণেই চাকরি খোয়াতে হলো এই জনপ্রিয় রেসলারকে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টোনি খান নিজেই দিয়েছেন এই খবর।

আনুষ্ঠানিক বিবৃতিতে এইডব্লইউ জানিয়েছে, ‘রেসলার ফিলিপ ব্রুকস (সিএম পাঙ্ক) এর চুক্তি বাতিল করা হয়েছে, যা এখন থেকেই কার্যকর হবে। চুক্তি বাতিলের বিষয়টি এইডব্লিউ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপক টোনি খান নিশ্চিত করেছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া ‘অল ইন’ ইভেন্টের ড্রেসিংরুমে একটা ঘটনা ঘটে, যার কারণে সপ্তাহব্যাপী তদন্ত হয়। তদন্তের পর এইডব্লিউ’র শৃঙ্খলা কমিটি নিরপেক্ষ আইনি পরামর্শ নিয়ে যথাযথ কারণে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে সিএম পাঙ্ককে।’

টোনি খান বলেছেন, ‘এইডব্লিউ’র উত্থানে ফিলিপ জ্যাক ব্রুকস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর চুক্তি বাতিলের এই সিদ্ধান্তটা দিন শেষে শুধুই আমার। এই খবরটা না দিতে পারলেই খুশি হতাম, বিশ্বের অনেক ভক্ত আজ এই খবর পেয়ে হতাশ হবেন।’

এইডব্লিউ’র সাপ্তাহিক শো ‘কোলিশান’ এর আজকের পর্বের শুরুতেও পাঙ্কের চাকরি হারানোর খবর দেন টোনি খান। পাঙ্কের কারণে পর্দার আড়ালে এইডব্লিউ’র কর্মীদের জীবনসংশয় হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘আমি ৩০ বছর ধরে বিভিন্ন রেসলিং শো তে যাচ্ছি। নিজেও গত চার বছর ধরে বিভিন্ন রেসলিং শো আয়োজন করছি। কিন্তু কখনই আমার এত অসহায় লাগেনি, জীবন নিয়ে সংশয়ের অনুভূতি আসেনি – যা গত রোববার হয়েছে।’

কয়েক মাস আগেও টাইসন স্মিথ (কেনি ওমেগা), ম্যাথু ম্যাসি (ম্যাট জ্যাকসন), নিকোলাস ম্যাসি (নিক জ্যাকসন) এর মতো কয়েকজন রেসলারের সঙ্গে ড্রেসিংরুমে ঝগড়াঝাঁটি মারামারি করে আলোচনার জন্ম দেন সিএম পাঙ্ক। ঠিক এ কারণেই দুই পক্ষকে আলাদা রাখার জন্য এইডব্লিউ’র মূল দুই শো ডাইনামাইট ও র‍্যাম্পেইজের পাশাপাশি ‘কোলিশন’ চালু করেন টোনি খান। পাঙ্ক মূলত ‘কোলিশন’-এরই মূল আকর্ষণ ছিলেন। সেই কোলিশনেই আজ জানা গেল তাঁর চাকরি হারানোর খবর!

চাকরি খোয়ালেন রেসলার সিএম পাঙ্ক

আপডেট : ০৮:৩৫:৫০ পূর্বাহ্ন, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩

গত এক দশকে রেসলিং জগতের অন্যতম বড় তারকা তিনি। তা সত্ত্বেও ঠিক কোনো রেসলিং প্রতিষ্ঠানের সঙ্গেই পুরোপুরি বনিবনা হয় না ফিলিপ জ্যাক ব্রুকসের – রেসলিং ভক্তদের কাছে যিনি সিএম পাঙ্ক নামেই বেশি পরিচিত। ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)’ এর উর্ধ্বতন কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সাত বছর ছিলেন রেসলিং রিংয়ের বাইরে। বছর দুয়েক আগে আবারও রেসলিং রিংয়ে ফিরেছিলেন বর্তমান সময়ে ডব্লিউডব্লিউই’র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘অল এলিট রেসলিং (এইডব্লিউ)’ এর অন্যতম প্রধান তারকা হয়ে।

রেসলিংয়ে পাঙ্কের দ্বিতীয় অধ্যায়ও বেশী দীর্ঘ হলো না – আর সেটা হলো না তাঁর নিজের জন্যই। ড্রেসিংরুমে সতীর্থ রেসলার জ্যাক পেরির সঙ্গে মারামারি করেছিলেন কয়েকদিন আগে, ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এইডব্লিউ’র বিশেষ ইভেন্ট ‘অল ইন’-এ। সে কারণেই চাকরি খোয়াতে হলো এই জনপ্রিয় রেসলারকে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টোনি খান নিজেই দিয়েছেন এই খবর।

আনুষ্ঠানিক বিবৃতিতে এইডব্লইউ জানিয়েছে, ‘রেসলার ফিলিপ ব্রুকস (সিএম পাঙ্ক) এর চুক্তি বাতিল করা হয়েছে, যা এখন থেকেই কার্যকর হবে। চুক্তি বাতিলের বিষয়টি এইডব্লিউ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপক টোনি খান নিশ্চিত করেছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া ‘অল ইন’ ইভেন্টের ড্রেসিংরুমে একটা ঘটনা ঘটে, যার কারণে সপ্তাহব্যাপী তদন্ত হয়। তদন্তের পর এইডব্লিউ’র শৃঙ্খলা কমিটি নিরপেক্ষ আইনি পরামর্শ নিয়ে যথাযথ কারণে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে সিএম পাঙ্ককে।’

টোনি খান বলেছেন, ‘এইডব্লিউ’র উত্থানে ফিলিপ জ্যাক ব্রুকস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর চুক্তি বাতিলের এই সিদ্ধান্তটা দিন শেষে শুধুই আমার। এই খবরটা না দিতে পারলেই খুশি হতাম, বিশ্বের অনেক ভক্ত আজ এই খবর পেয়ে হতাশ হবেন।’

এইডব্লিউ’র সাপ্তাহিক শো ‘কোলিশান’ এর আজকের পর্বের শুরুতেও পাঙ্কের চাকরি হারানোর খবর দেন টোনি খান। পাঙ্কের কারণে পর্দার আড়ালে এইডব্লিউ’র কর্মীদের জীবনসংশয় হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘আমি ৩০ বছর ধরে বিভিন্ন রেসলিং শো তে যাচ্ছি। নিজেও গত চার বছর ধরে বিভিন্ন রেসলিং শো আয়োজন করছি। কিন্তু কখনই আমার এত অসহায় লাগেনি, জীবন নিয়ে সংশয়ের অনুভূতি আসেনি – যা গত রোববার হয়েছে।’

কয়েক মাস আগেও টাইসন স্মিথ (কেনি ওমেগা), ম্যাথু ম্যাসি (ম্যাট জ্যাকসন), নিকোলাস ম্যাসি (নিক জ্যাকসন) এর মতো কয়েকজন রেসলারের সঙ্গে ড্রেসিংরুমে ঝগড়াঝাঁটি মারামারি করে আলোচনার জন্ম দেন সিএম পাঙ্ক। ঠিক এ কারণেই দুই পক্ষকে আলাদা রাখার জন্য এইডব্লিউ’র মূল দুই শো ডাইনামাইট ও র‍্যাম্পেইজের পাশাপাশি ‘কোলিশন’ চালু করেন টোনি খান। পাঙ্ক মূলত ‘কোলিশন’-এরই মূল আকর্ষণ ছিলেন। সেই কোলিশনেই আজ জানা গেল তাঁর চাকরি হারানোর খবর!