তিন জেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৮ বার পড়া হয়েছে
বগুড়া, হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচের এই আয়োজনকে ঘিরে নদীর দু’ধারে নেমেছিলো হাজারো মানুষের ঢল। এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।
বগুড়ার ইছামতি নদীর তীরে ৫ বছর ধরে আয়োজন করা হচ্ছে নৌকাবাইচ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বগুড়ার চার উপজেলার মোট ১১টি নৌকা অংশ নেয়। এই আয়োজন দেখতে ভিড় করে অনেক দর্শণার্থী। গ্রাম বাংলার মানুষের বিনোদনের এই আয়োজনে অংশ নিতে পরে খুশী প্রতিযোগীরা।
আয়োজকরা জানালেন, শুধুমাত্র বিনোদনই নয়, ঐতিহ্যকে ধরে রাখতেই নৌকাবাইচের আয়োজন করা হয়। এমন আয়োজনের প্রশংসা করেছে জেলা প্রশাসন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতেও নৌকাবাইচের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার সকলের প্রিয় এই প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার দর্শণার্থীর সমাগম ঘটে। এতে ৬টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী হয় মৌলভীবাজারের শাহ মোস্তফার নৌকা।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতেও নশিপুর যুব সংঘের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামে হয় এই নৌকা বাইচের আয়োজন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাইচ দেখতে পেরে খুশি দর্শকরা।
তরুণদের জন্য এমন আয়োজন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা।