Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে সকাল থেকে দেয়া ধর্মঘটের ডাক প্রত্যাহার করেছে পাম্প মালিকরা। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর আগে তিন দফা দাবিতে আজ রোববার ভোর থেকে সারা দেশে পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকদের একাংশের অনির্দিষ্টকালের ধর্মঘট চলে। তবে এই ধর্মঘট আজ রাতেই প্রত্যাহার হতে পারে বলে জানা যায়।

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা।

তাদের ৩ দফা দাবির মধ্যে ছিল-জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি এই ধর্মঘটের ডাক দেয়।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারবো না।

পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আপডেট : ০৪:৩০:৩৫ অপরাহ্ন, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩

জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে সকাল থেকে দেয়া ধর্মঘটের ডাক প্রত্যাহার করেছে পাম্প মালিকরা। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর আগে তিন দফা দাবিতে আজ রোববার ভোর থেকে সারা দেশে পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকদের একাংশের অনির্দিষ্টকালের ধর্মঘট চলে। তবে এই ধর্মঘট আজ রাতেই প্রত্যাহার হতে পারে বলে জানা যায়।

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা।

তাদের ৩ দফা দাবির মধ্যে ছিল-জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি এই ধর্মঘটের ডাক দেয়।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারবো না।