Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজ ও শান্ত’র অর্ধশতক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ১২:০৬:৩৬ অপরাহ্ন, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৭ দেখেছেন

এশিয়া কাপ ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেটে সংগ্রহ ১৫৫ রান। অর্ধশতক হাঁকিয়েছে মেহেদি হাসান মিরাজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার বিকাল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আজ ওপেন করেন মেহেদি মিরাজ ও নাইম শেখ। প্রথম উইকেটে তারা তোলেন ৬০ রান। ৩২ বলে ২৮ করে নাইম ফিরলে ভাঙে জুটি। এরপর কোনো রান না করেই আউট হন তৌহিদ হৃদয়। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলেন মিরাজ এবং শান্ত। দুজন মিলে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। ইতোমধ্যেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের কাছে। এমন ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।

মিরাজ ও শান্ত’র অর্ধশতক

আপডেট : ১২:০৬:৩৬ অপরাহ্ন, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেটে সংগ্রহ ১৫৫ রান। অর্ধশতক হাঁকিয়েছে মেহেদি হাসান মিরাজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার বিকাল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আজ ওপেন করেন মেহেদি মিরাজ ও নাইম শেখ। প্রথম উইকেটে তারা তোলেন ৬০ রান। ৩২ বলে ২৮ করে নাইম ফিরলে ভাঙে জুটি। এরপর কোনো রান না করেই আউট হন তৌহিদ হৃদয়। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলেন মিরাজ এবং শান্ত। দুজন মিলে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। ইতোমধ্যেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের কাছে। এমন ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।