ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় রাজনীতিবিদ সোনিয়া গান্ধী । দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। মুম্বাইয়ে বিরোধী জোটের বৈঠক থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তবে হাসপাতাল সূত্রে খবর, চিন্তার কিছু নেই। সামান্য জ্বর রয়েছে তার। স্থিতিশীল রয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেস নেত্রী। এ বছরই আরও ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়াকে। এ বছর ১২ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে এই গঙ্গারাম হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সোনিয়া। সে বার পাঁচ দিন ভর্তি থাকার পর ১৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। জ্বর হওয়ার কারণে ২ মার্চও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।

লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সনিয়া গান্ধী রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত বিরোধী জোটের বৈঠকেও অংশ নিয়েছিলেন সনিয়া। এর আগে তিনি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিরোধী ঐক্য সভায়ও যোগ দিয়েছিলেন। তবে উত্তরপ্রদেশের রায়বরেলির ৭৬ বছর বয়সী কংগ্রেস নেতা ও সাংসদ কাশ্মীরের শ্রীনগর সফর থেকে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আপডেট সময় : ০৮:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় রাজনীতিবিদ সোনিয়া গান্ধী । দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। মুম্বাইয়ে বিরোধী জোটের বৈঠক থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তবে হাসপাতাল সূত্রে খবর, চিন্তার কিছু নেই। সামান্য জ্বর রয়েছে তার। স্থিতিশীল রয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেস নেত্রী। এ বছরই আরও ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়াকে। এ বছর ১২ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে এই গঙ্গারাম হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সোনিয়া। সে বার পাঁচ দিন ভর্তি থাকার পর ১৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। জ্বর হওয়ার কারণে ২ মার্চও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।

লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সনিয়া গান্ধী রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত বিরোধী জোটের বৈঠকেও অংশ নিয়েছিলেন সনিয়া। এর আগে তিনি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিরোধী ঐক্য সভায়ও যোগ দিয়েছিলেন। তবে উত্তরপ্রদেশের রায়বরেলির ৭৬ বছর বয়সী কংগ্রেস নেতা ও সাংসদ কাশ্মীরের শ্রীনগর সফর থেকে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটল।