দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কৃষ্ণরামপুর মাটিয়ালপাড়া যুব সমাজের আয়োজনে করতোয়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাইচ দেখতে নদীর দুই প্রান্তে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিত হন।
খেলার আয়োজক কমিটির সদস্য ইনসান আলী বলেন, হারাতে বসা নৌকা বাইচকে উজ্জীবিত করতে এই আয়োজন। তিনি আরো বলেন, আগামীতেও গ্রাম বাঙলার এই খেলার আয়োজন করা হবে।
এ প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী দলকে একটি গরু ও রানার্স আপ দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার, দপ্তর সম্পাদক শাকিল সরকার, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ মুশফিকুর রহমান মেহেদুলসহ অনেকে উপস্থিত ছিলেন।