ইউরোপিয়ান দলবদলে পাঁচ লিগে খরচ ৬৭ হাজার কোটি টাকা
- আপডেট সময় : ০৬:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৭৯ বার পড়া হয়েছে
শেষ হলো গ্রীষ্মকালীন ইউরোপিয়ান দলবদল। শীর্ষ পাঁচ লিগ মিলে ফুটবল কিনতে খরচ করেছে ৬৭ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। আর ক্লাব হিসেবে চেলসি। সবচেয়ে দামি ফুটবলার ময়সেস কাইসেদো।
সবার আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ানের দলবদল শুরু হলেও ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগের ফুটবলার কেনাবেচার সময়সীমা শেষ হয়েছে প্রায় এক সঙ্গে।
এ বছরও গ্রীষ্মকালীন দলবদলে খরচের শীর্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ। ২ হাজার ৭৩৭ মিলিয়ন ইউরো খরচ করেছে প্রিমিয়ার লিগের ২০ ক্লাব। টাকায় ৩২ হাজার কোটিরও বেশি। পরের অবস্থানে আছে লিগ ওয়ান, সিরি আ, বুন্দেস লিগা ও লা লিগা। টাকার মোট অংক শুনলে যে কারোরই চোখ কপালে উঠবে। ফুটবলার কিনতে পাঁচ লিগ মিলে খরচ করেছে ৬৭ হাজার কোটি টাকারও বেশি।
কাদের কিনতে এতো এতো অর্থ খরচ করলো ক্লাবগুলো? দলবদলে সবচেয়ে বেশি অ্যাড অনসসহ ১১৫ মিলিয়ন পাউন্ডে ময়সেস কাইসেদোকে কিনেছে চেলসি। দ্বিতীয় সর্বোচ্চ আর্সেনালের ডেকল্যান রাইস। স্প্যানিশ লিগে সেরা জুড বেলিংহ্যাম। হ্যারি কেইনকে কিনতে বায়ার্নও খরচ করেছে অ্যাড অনসসহ ১০০ মিলিয়ন পাউন্ড।
গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ খরচ করেছিল ৩৭ হাজার কোটি টাকা। এবার শুধু গ্রীষ্মকালীন দলবদলেই খরচ সেই সংখ্যা ছুঁই ছুঁই। ৩২ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এখনোতো বাকি শীতকালীন ট্রান্সফার উইন্ডো। আগের সব মৌসুমের রেকর্ড ভাঙলো বলে।
ইংলিশ লিগে দলবদলের বাজারে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি। শিরোপা খরা কাটাতে আর্সেনালও কম যায় না। তবে ব্লুদের চেয়ে যা অর্ধেকের কম। এরপরের অবস্থানে আছে ম্যান ইউ, বোর্নমাউথ ও টটেনহ্যাম।
সবচেয়ে কম খরচ করলেও দলবদলে আলোচিত ছিল স্প্যানিশ লিগ। নতুন সাইনিং ১৫৭ ফুটবলার।
ইতালি, স্পেন ও জার্মানিকে ছাড়িয়ে দলবদলে নতুন আবির্ভাব সৌদি আরবের। ৭ সেপ্টেম্বর শেষ হবে প্রো লিগের দলবদল তবে এরই মধ্যে খরচ করেছে ১০ হাজার কোটি টাকার বেশি।