Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন জেলেনস্কি

রাশিয়ার সাথে সংঘর্ষের মধ্যেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো প্রভাবশালী মন্ত্রণালয়ের মন্ত্রী ওলেকসি রেজনিকোভকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে জেলেনস্কি জানান, রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান রুস্তম উমেরোভকে প্রতিরক্ষামন্ত্রী করার প্রস্তাব শিগগিরই পার্লামেন্টে উঠবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের আগে থেকেই দায়িত্বে আছেন রেজনিকোভ।

প্রশাসনে দুর্নীতি দমন অভিযান শুরুর পর এবছরের ফেব্রুয়ারিতে তাকে সরিয়ে দেয়ার গুঞ্জন ওঠে। রেজনিকোভের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মেলেনি। তবে, এমন অভিযোগ ওঠায় পদত্যাগ করেন তার সহকারি সাপোভালোভ।

ইউক্রেনের গণমাধ্যমে বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক জোরদারের লক্ষ্যে লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে পারেন রেজনিকোভ। এদিকে, ইউক্রেনের কয়েকজন জেনারেলের সাক্ষাৎকার ছেপেছে যুক্তরাজ্যের পত্রিকা ‘দ্য অবজার্ভার’।

সেখানে তারা জানান, আগ্রাসন মোকাবেলায় জুন পর্যন্ত বড় অগ্রগতি না হলেও বর্তমানে রাশিয়ার শক্ত প্রতিরক্ষা বলয়ের প্রথম স্তর ভেঙে অপেক্ষাকৃত দুর্বল দ্বিতীয় ও তৃতীয় স্তরকে মোকাবেলা করছে সেনারা।

এদিকে ইউক্রেনের সেনা কর্মকর্তাদের দাবি, ভেঙে পড়েছে রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা বলয়ের প্রথম স্তর।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন জেলেনস্কি

আপডেট : ০৭:১৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ার সাথে সংঘর্ষের মধ্যেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো প্রভাবশালী মন্ত্রণালয়ের মন্ত্রী ওলেকসি রেজনিকোভকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে জেলেনস্কি জানান, রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান রুস্তম উমেরোভকে প্রতিরক্ষামন্ত্রী করার প্রস্তাব শিগগিরই পার্লামেন্টে উঠবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের আগে থেকেই দায়িত্বে আছেন রেজনিকোভ।

প্রশাসনে দুর্নীতি দমন অভিযান শুরুর পর এবছরের ফেব্রুয়ারিতে তাকে সরিয়ে দেয়ার গুঞ্জন ওঠে। রেজনিকোভের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মেলেনি। তবে, এমন অভিযোগ ওঠায় পদত্যাগ করেন তার সহকারি সাপোভালোভ।

ইউক্রেনের গণমাধ্যমে বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক জোরদারের লক্ষ্যে লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে পারেন রেজনিকোভ। এদিকে, ইউক্রেনের কয়েকজন জেনারেলের সাক্ষাৎকার ছেপেছে যুক্তরাজ্যের পত্রিকা ‘দ্য অবজার্ভার’।

সেখানে তারা জানান, আগ্রাসন মোকাবেলায় জুন পর্যন্ত বড় অগ্রগতি না হলেও বর্তমানে রাশিয়ার শক্ত প্রতিরক্ষা বলয়ের প্রথম স্তর ভেঙে অপেক্ষাকৃত দুর্বল দ্বিতীয় ও তৃতীয় স্তরকে মোকাবেলা করছে সেনারা।

এদিকে ইউক্রেনের সেনা কর্মকর্তাদের দাবি, ভেঙে পড়েছে রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা বলয়ের প্রথম স্তর।