Dhaka ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এখন থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস

এখন থেকে প্রতিবছর ৫ অক্টোবর ‘জাতীয় শিক্ষক দিবস’ এর পরিবর্তে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ অনুমোদনের তথ্য জানান।

এছাড়া বৈঠকে ফেনী জেলার সোনাগাজীতে সরকারি মালিকানাধীন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) এবং জাপানের মারুবিনি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড শিরোনামে জয়েন ভেঞ্চার এগ্রিমেন্ট (জেভিএ) গঠনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

একই সঙ্গে মন্ত্রিসভা বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে স্বাক্ষরিত বিমস্টেক কনভেনশন অন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটার্স অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ও জর্ডানের মধ্যে কো-অপারেশন ইন দ্য ফিল্ড অব ম্যানপাওয়ার বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এখন থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস

আপডেট : ০৪:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

এখন থেকে প্রতিবছর ৫ অক্টোবর ‘জাতীয় শিক্ষক দিবস’ এর পরিবর্তে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ অনুমোদনের তথ্য জানান।

এছাড়া বৈঠকে ফেনী জেলার সোনাগাজীতে সরকারি মালিকানাধীন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) এবং জাপানের মারুবিনি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড শিরোনামে জয়েন ভেঞ্চার এগ্রিমেন্ট (জেভিএ) গঠনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

একই সঙ্গে মন্ত্রিসভা বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে স্বাক্ষরিত বিমস্টেক কনভেনশন অন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটার্স অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ও জর্ডানের মধ্যে কো-অপারেশন ইন দ্য ফিল্ড অব ম্যানপাওয়ার বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।