০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কাস্টমসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

গতকাল (রোববার) মধ্যরাতে কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার আসামি অজ্ঞাত। এজাহারে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির কথা উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে স্বর্ণ চুরির ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

কাস্টমস জানায়, চুরি হওয়া এসব স্বর্ণ যাত্রীদের কাছ থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল। গতকাল অফিস খোলার পর স্বর্ণ চুরির বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের নজরে আসে। তবে কীভাবে এত স্বর্ণ চুরি হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা

আপডেট : ০৭:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

গতকাল (রোববার) মধ্যরাতে কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার আসামি অজ্ঞাত। এজাহারে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির কথা উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে স্বর্ণ চুরির ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

কাস্টমস জানায়, চুরি হওয়া এসব স্বর্ণ যাত্রীদের কাছ থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল। গতকাল অফিস খোলার পর স্বর্ণ চুরির বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের নজরে আসে। তবে কীভাবে এত স্বর্ণ চুরি হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি কাস্টমস কর্মকর্তারা।