ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট, হতাশ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগদান না করা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই সপ্তাহে নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল রোববার বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি হতাশ…। কারণ আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম।’ এরপর কবে তাঁর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক হবে সে বিষয়ে কিছু জানাননি বাইডেন।

গত বছর ইন্দোনেশিয়ায় শীর্ষ সম্মেলনে দুই নেতার শেষ দেখা হয়েছিল। ওই সময় শি বলেছিলেন, জি-২০ সম্মেলনে জন্য তিনি ভারতের রাজধানীতে যাবেন।

তবে গত বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জি-২০ সম্মেলনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই বছরের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন না শি।

চীন ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতির মধ্যেই এই ঘটনা ঘটল। অন্যান্য বিষয়ের মধ্যে দুই দেশ হিমালয় অঞ্চলে বিরোধপূর্ণ সীমান্তে নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি আবস্থানে রয়েছে। তবে নভেম্বরে সান ফ্রান্সিসকোতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের নেতাদের মধ্যে শি ও বাইডেনের মধ্যে এখনও কথা বলার সুযোগ থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট, হতাশ বাইডেন

আপডেট সময় : ০৭:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

ভারতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগদান না করা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই সপ্তাহে নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল রোববার বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি হতাশ…। কারণ আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম।’ এরপর কবে তাঁর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক হবে সে বিষয়ে কিছু জানাননি বাইডেন।

গত বছর ইন্দোনেশিয়ায় শীর্ষ সম্মেলনে দুই নেতার শেষ দেখা হয়েছিল। ওই সময় শি বলেছিলেন, জি-২০ সম্মেলনে জন্য তিনি ভারতের রাজধানীতে যাবেন।

তবে গত বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জি-২০ সম্মেলনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই বছরের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন না শি।

চীন ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতির মধ্যেই এই ঘটনা ঘটল। অন্যান্য বিষয়ের মধ্যে দুই দেশ হিমালয় অঞ্চলে বিরোধপূর্ণ সীমান্তে নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি আবস্থানে রয়েছে। তবে নভেম্বরে সান ফ্রান্সিসকোতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের নেতাদের মধ্যে শি ও বাইডেনের মধ্যে এখনও কথা বলার সুযোগ থাকতে পারে।