‘ড. ইউনূস বিচার ব্যবস্থাকে অসম্মান করেছে’
- আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬২ বার পড়া হয়েছে
বিচার এড়াতে আন্তর্জাতিক মহল দিয়ে চাপ সৃষ্টি করে ডক্টর মুহাম্মদ ইউনূস দেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে এসব বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। সব ষড়যন্ত্র প্রতিহত করে বিচার কার্যক্রমকে যথাযথভাবে পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সাবেক ব্যাংকার ডক্টর মুহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে মামলার বিচার বন্ধের জন্য একশো ষাট বিদেশির দেয়া বিবৃতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।
শিক্ষক সমিতির নেতারা অভিযোগ করেন, ডক্টর মুহাম্মদ ইউনূস সুচতুরভাবে নিজের স্বার্থ উদ্ধারে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূতি ক্ষুণœ করেছেন।
কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে বক্তারা বলেন, যারা ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছে তারা দেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করেছে। তাদের সঠিক তথ্য জানার আহ্বান জানান শিক্ষকরা।
এসময় উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। দেশের বিচার ব্যবস্থা তার নিয়মেই চলবে।
দেশের সম্মান নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।