ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাখোঁ ঢাকায় আসছেন ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিপাক্ষিক সফরে আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন শেষে তিনি বাংলাদেশে আসবেন। ঢাকায় নিযুক্ত ফ্রান্সের দূতাবাস সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘ তিন দশক পর এটিই হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ সফর নিয়ে কাজ করছে বাংলাদেশ ও ফ্রান্স। আগামী ১০ সেপ্টেম্বর মাখোঁ বাংলাদেশে আসার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ফ্রান্স ও বাংলাদেশ কৌশলগত দিকনির্দেশনার জন্য নিয়মিত রাজনৈতিক পরামর্শের মাধ্যমে তাদের অংশীদারিত্বের ক্ষেত্রের উন্নয়ন ও গভীর করার জন্য তাদের অভিন্ন ইচ্ছার কথা তুলে ধরেছে।

উভয় দেশ রাজনীতি ও কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

সূত্র আরও জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন বলেও জানান তারা। এই সফরকে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পর্ক গভীর করার আরও প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ৮ সেপ্টেম্বর বিকেলে নয়াদিল্লিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পাওয়া অতিথি দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

মাখোঁ ঢাকায় আসছেন ১০ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

দ্বিপাক্ষিক সফরে আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন শেষে তিনি বাংলাদেশে আসবেন। ঢাকায় নিযুক্ত ফ্রান্সের দূতাবাস সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘ তিন দশক পর এটিই হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ সফর নিয়ে কাজ করছে বাংলাদেশ ও ফ্রান্স। আগামী ১০ সেপ্টেম্বর মাখোঁ বাংলাদেশে আসার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ফ্রান্স ও বাংলাদেশ কৌশলগত দিকনির্দেশনার জন্য নিয়মিত রাজনৈতিক পরামর্শের মাধ্যমে তাদের অংশীদারিত্বের ক্ষেত্রের উন্নয়ন ও গভীর করার জন্য তাদের অভিন্ন ইচ্ছার কথা তুলে ধরেছে।

উভয় দেশ রাজনীতি ও কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

সূত্র আরও জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন বলেও জানান তারা। এই সফরকে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পর্ক গভীর করার আরও প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ৮ সেপ্টেম্বর বিকেলে নয়াদিল্লিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পাওয়া অতিথি দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ।