ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রুশ সেনাবাহিনীতে আট মাসে ২ লাখ ৮০ হাজার স্বেচ্ছাসেবক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত আট মাসে রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় দুই লাখ ৮০ হাজার সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পর্ষদের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রোববার (৩ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযান ১৯ মাসে গড়িয়েছে। আরেক দফা জাতীয়ভাবে বাধ্যতামূলক সেনা সংগ্রহের পথে হাঁটছে দেশটি। তবে সামরিক বাহিনীতে নিয়োগে সক্রিয় প্রচারণা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে রুশ সেনাবাহিনীতে ২ লাখ ৮০ হাজার জন চুক্তি সই করে নিজ ইচ্ছায় যোগ দিয়েছেন। তারা রিজার্ভ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য বিভাগে যোগ দিয়েছেন।

দেশটির সবচেয়ে পূর্ব দিকের দ্বীপ শাখালিন ভ্রমণের সময় মেদভেদেভ এ তথ্য দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়। আগস্টের শুরুতে তিনি জানিয়েছিলেন, চলতি বছরের শুরু থেকে সেনা হিসেবে ২ লাখ ৮০ হাজার মানুষ নিয়োগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রুশ সেনাবাহিনীতে আট মাসে ২ লাখ ৮০ হাজার স্বেচ্ছাসেবক

আপডেট সময় : ০৭:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত আট মাসে রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় দুই লাখ ৮০ হাজার সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পর্ষদের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রোববার (৩ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযান ১৯ মাসে গড়িয়েছে। আরেক দফা জাতীয়ভাবে বাধ্যতামূলক সেনা সংগ্রহের পথে হাঁটছে দেশটি। তবে সামরিক বাহিনীতে নিয়োগে সক্রিয় প্রচারণা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে রুশ সেনাবাহিনীতে ২ লাখ ৮০ হাজার জন চুক্তি সই করে নিজ ইচ্ছায় যোগ দিয়েছেন। তারা রিজার্ভ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য বিভাগে যোগ দিয়েছেন।

দেশটির সবচেয়ে পূর্ব দিকের দ্বীপ শাখালিন ভ্রমণের সময় মেদভেদেভ এ তথ্য দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়। আগস্টের শুরুতে তিনি জানিয়েছিলেন, চলতি বছরের শুরু থেকে সেনা হিসেবে ২ লাখ ৮০ হাজার মানুষ নিয়োগ পেয়েছেন।