ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইস্ত্রি ছাড়াই যেভাবে পোশাক টানটান করবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬০০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোঁচকানো পোশাক পরতে কম-বেশি সবাই অস্বস্তি বোধ করেন। পোশাক ভালো থাকলে নিজেকে যেমন পরিপাটি মনে হয়, একই সঙ্গে মনও সজীব থাকে। এ জন্য পোশাক ইস্ত্রি করে নিতে হয়। কিন্তু অনেকেরই বাসায় ইস্ত্রি মেশিন নেই। আবার কখনো কখনো বাসা থেকে বের হওয়ার সময় পছন্দের পোশাক কোঁচকানো দেখতে পান। এ ক্ষেত্রে দেখা যায় প্যান্ট-শার্ট বা অন্য পছন্দের পোশাকটি ইস্ত্রির সময় নেই। আর ঠিক তখনই মেজাজ অনেকটা বিগড়ে যায়।

এসব সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে। বাসায় ইস্ত্রি না থাকলেও পোশাক থাকবে টানটান। তবে এ জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে। তাহলে ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী সেসব উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।

ভিনেগার : ভিনেগার নানা কাজে লাগে। এর মধ্যে কুঁচকে যাওয়া পোশাক টানটান করতে দারুণ কাজে আসে এই উপাদান। চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরুন। এখন পোশাকের কুঁচকে যাওয়া জায়গায় স্প্রে করে হাত দিয়ে ঘষে ঘষে টানটান করে নিন। দেখবেন পোশাক আর কোঁচকানো নেই।

ভেজা তোয়ালে : এক্ষেত্রে প্রথমেই একটি মসৃণ জায়গায় পোশাক রেখে তার ওপর ভেজা তোয়ালে রেখে টানটান করুন। হাত দিয়ে টেনে টেনে কুঁচকে যাওয়া জায়গাগুলো সোজা করুন। তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলেই সমাধান।

হেয়ার ড্রায়ার : ডেনিমের প্যান্ট আর সঙ্গে শার্ট পরবেন ভেবে রেখেছেন। কিন্তু শার্ট বের করতেই কলার বা অন্য কোথাও দেখলেন কুঁচকে আছে। এ সময় বাসায় ইস্ত্রি না থাকলেও সমস্যা নেই। হেয়ার ড্রায়ার থাকলে সেটি ব্যবহার করতে পারেন। এতে একই রকম ফল পাবেন।

স্ট্রেটনার : অনেকের বাসা-বাড়িতেই চুল সোজা করার জন্য স্ট্রেটনার রয়েছে। তাহলে তো ইস্ত্রি থাকা নিয়ে কোনো চিন্তা নেই। হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেও জামা-কাপড়ের কুঁচকে যাওয়া জায়গা টানটান করতে পারেন। তবে সরাসরি ব্যবহার করা যাবে না। পোশাকের ওপর কিছুটা পানি ছিটিয়ে দিন। তারপর স্ট্রেটনার দিয়ে চুল টানার মতো পোশাক টেনে নিন।

নিউজটি শেয়ার করুন

ইস্ত্রি ছাড়াই যেভাবে পোশাক টানটান করবেন

আপডেট সময় : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

কোঁচকানো পোশাক পরতে কম-বেশি সবাই অস্বস্তি বোধ করেন। পোশাক ভালো থাকলে নিজেকে যেমন পরিপাটি মনে হয়, একই সঙ্গে মনও সজীব থাকে। এ জন্য পোশাক ইস্ত্রি করে নিতে হয়। কিন্তু অনেকেরই বাসায় ইস্ত্রি মেশিন নেই। আবার কখনো কখনো বাসা থেকে বের হওয়ার সময় পছন্দের পোশাক কোঁচকানো দেখতে পান। এ ক্ষেত্রে দেখা যায় প্যান্ট-শার্ট বা অন্য পছন্দের পোশাকটি ইস্ত্রির সময় নেই। আর ঠিক তখনই মেজাজ অনেকটা বিগড়ে যায়।

এসব সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে। বাসায় ইস্ত্রি না থাকলেও পোশাক থাকবে টানটান। তবে এ জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে। তাহলে ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী সেসব উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।

ভিনেগার : ভিনেগার নানা কাজে লাগে। এর মধ্যে কুঁচকে যাওয়া পোশাক টানটান করতে দারুণ কাজে আসে এই উপাদান। চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরুন। এখন পোশাকের কুঁচকে যাওয়া জায়গায় স্প্রে করে হাত দিয়ে ঘষে ঘষে টানটান করে নিন। দেখবেন পোশাক আর কোঁচকানো নেই।

ভেজা তোয়ালে : এক্ষেত্রে প্রথমেই একটি মসৃণ জায়গায় পোশাক রেখে তার ওপর ভেজা তোয়ালে রেখে টানটান করুন। হাত দিয়ে টেনে টেনে কুঁচকে যাওয়া জায়গাগুলো সোজা করুন। তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলেই সমাধান।

হেয়ার ড্রায়ার : ডেনিমের প্যান্ট আর সঙ্গে শার্ট পরবেন ভেবে রেখেছেন। কিন্তু শার্ট বের করতেই কলার বা অন্য কোথাও দেখলেন কুঁচকে আছে। এ সময় বাসায় ইস্ত্রি না থাকলেও সমস্যা নেই। হেয়ার ড্রায়ার থাকলে সেটি ব্যবহার করতে পারেন। এতে একই রকম ফল পাবেন।

স্ট্রেটনার : অনেকের বাসা-বাড়িতেই চুল সোজা করার জন্য স্ট্রেটনার রয়েছে। তাহলে তো ইস্ত্রি থাকা নিয়ে কোনো চিন্তা নেই। হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেও জামা-কাপড়ের কুঁচকে যাওয়া জায়গা টানটান করতে পারেন। তবে সরাসরি ব্যবহার করা যাবে না। পোশাকের ওপর কিছুটা পানি ছিটিয়ে দিন। তারপর স্ট্রেটনার দিয়ে চুল টানার মতো পোশাক টেনে নিন।