দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কিশোরগঞ্জের ৫টি রেলওয়ে স্টেশন। লোকবল না থাকায় সদর স্টেশনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে এসব স্টেশন থেকে সেবা পাচ্ছেন না এলাকাবাসী। বছরের পর বছর এগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের সম্পদ। চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। স্টেশনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়।
কিশোরগঞ্জ-ভৈরব রুটে ১২টি স্টেশনের মধ্যে ৫টিই বন্ধ রয়েছে। লোকবল না থাকায় কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ, যশোদলপুর, বাজিতপুর উপজেলার হালিমপুর, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ও ভৈরবের কালিকাপ্রসাদ স্টেশনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে এসব স্টেশন থেকে রেলওয়ে সেবা পাচ্ছেন না এলাকাবাসী।
বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের সম্পদ। চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া স্টেশনগুলো পরিণত হয়েছে মাদকসেবিদের আখড়ায়।
প্রয়োজনীয় লোকবল না থাকায় এগুলো তদারিক করা সম্ভব হচ্ছে না বলে জানান, কিশোরগঞ্জ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আতউল করিম।
যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্টেশনগুলো আবারও চালু করার দাবী স্থানীয়দের।