সিনেমা মুক্তি পেলেও তাতে খুব একটা সাড়া ফেলতে পারেনি। এভাবেই একের পর এক ব্যর্থতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। এক সময় অভিনয় থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু এবার ফিরেই সাফল্যের মুখ দেখলেন ধর্মেন্দ্রপুত্র। টেক্কা দিলেন শাহরুখ-প্রভাসকে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির নজির গড়েছে সানির 'গাদার ২'। মাত্র ২৪ দিনেই বাজিমাত করেছে এই ছবি। সাফল্যে ভাসছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে সবচেয়ে বেশি খুশির বন্যায় ভাসছেন তারা সিং ওরফে সানি দেওল।
বক্স অফিস পরিসংখ্যান বলছে মুক্তির পর ২৪তম দিনে 'গাদার ২' ভারতের বাজারে ব্যবসা করেছে ৮.৫০ কোটি। প্রথম সপ্তাহে আয় ছিল ২৮৪.৬৩ কোটি। দ্বিতীয় সপ্তাহে কিছুটা পড়তির দিকে থাকলেও আয় হয়েছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৩.৩৫ কোটি। এর সঙ্গে গতকাল রোববারের আয় যোগ করলে তা দাঁড়ায় ৫০১.৮৭ কোটি। সবমিলিয়ে ২৪ দিন সময় লেগেছে সানির এই ছবিকে ৫০০ কোটি ছুঁতে।
বলিউডে নতুন নজির গড়েছে এই ছবি। এর আগে এই সংখ্যা পার করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন। তার খানিকটা পিছনে আছে ‘বাহুবলী ২’। ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর এই মেগাছবি।
বর্তমানে ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় ৩ নম্বরে রয়েছে 'গাদার ২'। প্রথমে আছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এই ছবির আয় ছিল ৫৪০ কোটি। তার পরই আছে ‘বাহুবলী ২’। যার হিন্দি সংস্করণ ভারতে আয় করেছিল ৫১১ কোটি। এর পরই রয়েছে সানির 'গাদার ২'। এখন পর্যন্ত ছবিটির আয় ৫০১.৮৭ কোটি। সিনেমা বিশেষজ্ঞদের মতে শিগগিরই এই ছবি ৬৫০ কোটি ছাড়াবে। তাই ভক্তরা অপেক্ষায় শাহরুখকে টপকে প্রথমে নম্বর স্থান দখল করতে পারেন কি না সানি!