‘অন্তর্জাল’ নিয়ে মন খারাপ মিমের
- আপডেট সময় : ০৯:৩৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩২ বার পড়া হয়েছে
শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তির কথা ছিল দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা ‘অন্তর্জাল’। তবে তার আগেই খবর রটে আবারও মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কারণ একই সময় দেশের বাজারে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’সহ একাধিক সিনেমা। তবে এ সম্পর্কে কিছুই জানতেন না সিনেমাটির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। যে কারণে অভিমানী সুরে ভীষণ মন খারাপের কথা জানিয়েছিলেন তিনি।
সংবাদকর্মীদের মুখ থেকে মুক্তি পেছানোর বিষয়টি জানতে পেরে গতকাল তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। যদি আজ মুক্তির তারিখ পেছানোর ঘোষণা দেয়, তাহলে আমি সংবাদ সম্মেলনেই যাব না। আমি তো আর্টিস্ট। অথচ আমি জানি না বিষয়টি। যদি রিলিজ ডেট পেছানোই হয়, তাহলে প্রেস কনফারেন্স করার দরকার কী!’
কিন্তু অবশেষে রোববার সন্ধ্যায় মন খারাপ নিয়েই রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরায় আয়োজিত ‘অন্তর্জাল’ সংবাদ সম্মেলনে হাজির হন মিম। আসতে আসতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল তার। তবে হাজির হয়ে তিনি জানান, সারা দিনই সিনেমাটির কথা ভেবে মন খারাপ থাকলেও এখানে এসে মন ভালো হয়ে গিয়েছে তার। কারণ রাস্তায় যখন সংবাদ সম্মেলন লাইভ দেখছিলেন, তখন সিনেমাটি পিছিয়ে গেলেও অন্যান্য বিষয়ে জেনে আনন্দেই ভেসেছেন। কেননা, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা একই দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে। এবং সেই ইতিহাস গড়েছে ‘অন্তর্জাল’।
সংবাদ সম্মেলনে অন্তর্জাল ছবির নির্মাতা দীপনের সঙ্গে অভিনয়শিল্পীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সংবাদ সম্মেলনে মিম বললেন, ‘আমাদের ছবিটি অবশেষে মুক্তি পাচ্ছে ২২ সেপ্টেম্বর। আরেকটা সুখবর হলো এদিন শুধু বাংলাদেশেই নয় আমেরিকা, কানাডাতেও এটি মুক্তি পাবে। এজন্য আমি খুবই আনন্দিত। কয়েক মাস ধরে এই ছবিটির জন্য আমি অপেক্ষা করছিলাম।’
সিনেমার মুক্তি বারবার পেছানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে ছবিটির মুক্তি বারবার কেন পেছানো হয়েছে বিষয়টি প্রযোজকই ভালো জানেন। আর তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন। আর একটা প্রজেক্টের পেছনে অনেকেই কষ্ট করে থাকেন। ফলে পেছানোর পেছনে নিশ্চয়ই অনেক কারণ থাকে। যা আমাদের চলচ্চিত্রের অর্থলগ্নির জন্য ভালো।’
অনুষ্ঠানে মিম ছাড়াও উপস্থিত ছিলেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মোহাম্মদ বারী প্রমুখ। ছিলেন সিনেমাটির নির্মাতা দীপংকর দীপনসহ দুই চিত্রানাট্যকার সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।
পরিচালক দীপংকর দীপন বলেন, ”একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে। কারণ শতভাগ সন্তুষ্ট নিয়ে ‘অন্তর্জাল’ দর্শকের কাছে দিচ্ছি। আমার বিশ্বাস দর্শকেরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।”
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ অনেকে। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।