ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
- আপডেট সময় : ০৭:৫৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬২ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতার বাইরে আছে ১৫ বছরেরও বেশি সময় ধরে। তবে এরই মধ্যে দিয়েছে নির্দলীয় সরকার ছাড়া ভোটে না যাওয়ার ঘোষণা। দাবি আদায়ে রাজপথেও থাকছে কর্মসূচি। অথচ ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। ক্ষমতাসীন দল প্রস্তুতি শুরু করলেও প্রকাশ্য অবস্থান নেই বিএনপির।
টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল আলম স্বপন জানিয়েছেন, কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনের পাশাপাশি ভোটের প্রস্ততির জন্য। সেই মোতাবেকই কাজ চলছে। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তৈরি করছে হাইকমান্ডও। কেন্দ্র স্পষ্ট সিদ্ধান্ত না জানালেও মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
সিনিয়র নেতারা বলছেন, দাবি আদায় হলে যে কোনো মুহূর্তেই নির্বাচনে যেতে তৈরি তারা।
এদিকে কেন্দ্র নির্বাচনে যাওয়ার প্রশ্নে সিদ্ধান্ত স্পষ্ট না করলেও ঘর গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এ অবস্থায় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তৈরি করছে হাইকমান্ড। মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় থাকতে। নির্বাচনে যাওয়ার প্রশ্নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল আলম স্বপন জানান, কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনের পাশাপাশি ভোটের প্রস্ততির জন্য। সেই মোতাবেক কাজ করছি।
এ প্রসঙ্গে ঢাকা-১৭ বিএনপির মনোনয়ন প্রত্যাশী কফিল উদ্দিন বলেছেন, আমাদের জনসমর্থন আছে তাই ভোটের প্রস্তুতিতে বেগ পেতে হবে না। এরই মধ্যে তৃণমূলে দল গোছানোর কাজ শেষ।
নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঢাকা-১০ বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন অসীমের ভাষায়, ‘গোপনে বা প্রকাশ্যে প্রার্থীদের বিষয়ে খবর নিচ্ছে কেন্দ্র, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভোটের পরিবেশ তৈরি হলে যে কোন সময় নির্বাচনের জন্য আমরা প্রস্তুত।’
নেতাদের ভাষ্যে, সরকার বিএনপির এক দফা উপেক্ষা করে তফসিল ঘোষণা করলেও এবার আর একতরফা ভোট করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, তারা তো চাইবেই আগের মতো একতরফা ভোটে ক্ষমতায় যেতে কিন্তু এবার জনগণ তাদের সেই সুযোগ দেবে না। তফসিল ঘোষণা করেও তারা আর পাড় পাবে না।
তবে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার যে আন্দোলন চলছে, তা সফল করেই ভোটে যাওয়ার লক্ষ্য বিএনপির।