Dhaka ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র চুক্তি নিয়ে চলতি মাসেই পুতিন-কিম বৈঠক, দাবি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করতে চলতি মাসেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

আমেরিকা বলছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিতে চায় উত্তর কোরিয়া। আর নিয়ে বৈঠক হতে পারে পুতিন ও কিমের।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, আমরা সতর্ক করে জানাচ্ছি যে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র নিয়ে সমঝোতা এগোচ্ছে। কিম জং উন এ নিয়ে আলোচনা অব্যাহত রাখতে চান বলে আমাদের কাছে খবর রয়েছে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম দেশের বাইরে খুব কমই ভ্রমণ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, পুতিনের সঙ্গে চলতি মাসে রাশিয়ার ভ্লাদিভোস্তকে বৈঠক করবেন কিম। এটি উত্তর কোরিয়া থেকে খুব দূরে নয়। এছাড়া মস্কোতেও যেতে পারেন কিম।

এনএসসির মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে বলেন, উত্তর কোরিয়া রাশিয়ার ওয়াগনার বাহিনীকে রকেট ও ক্ষেপণাস্ত দিয়েছে। যদিও এটি পিয়ংইয়ং অস্বীকার করেছে।

এদিকে গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু গত মাসে উত্তর কোরিয়া সফর করেন। এরপর রাশিয়ার আরেকটি দল অস্ত্র চুক্তি নিয়ে কথা আগানোর জন্য উত্তর কোরিয়ায় যান।

এ নিয়ে এনএসসি মুখপাত্র ওয়াটসন বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা বন্ধ করার আহ্বান জানাই। সেইসঙ্গে পিয়ংইয়ং রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য জনসাধারণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা মেনে চলারও আহ্বান জানাচ্ছি।

অস্ত্র চুক্তি নিয়ে চলতি মাসেই পুতিন-কিম বৈঠক, দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৫:৫২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করতে চলতি মাসেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

আমেরিকা বলছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিতে চায় উত্তর কোরিয়া। আর নিয়ে বৈঠক হতে পারে পুতিন ও কিমের।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, আমরা সতর্ক করে জানাচ্ছি যে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র নিয়ে সমঝোতা এগোচ্ছে। কিম জং উন এ নিয়ে আলোচনা অব্যাহত রাখতে চান বলে আমাদের কাছে খবর রয়েছে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম দেশের বাইরে খুব কমই ভ্রমণ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, পুতিনের সঙ্গে চলতি মাসে রাশিয়ার ভ্লাদিভোস্তকে বৈঠক করবেন কিম। এটি উত্তর কোরিয়া থেকে খুব দূরে নয়। এছাড়া মস্কোতেও যেতে পারেন কিম।

এনএসসির মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে বলেন, উত্তর কোরিয়া রাশিয়ার ওয়াগনার বাহিনীকে রকেট ও ক্ষেপণাস্ত দিয়েছে। যদিও এটি পিয়ংইয়ং অস্বীকার করেছে।

এদিকে গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু গত মাসে উত্তর কোরিয়া সফর করেন। এরপর রাশিয়ার আরেকটি দল অস্ত্র চুক্তি নিয়ে কথা আগানোর জন্য উত্তর কোরিয়ায় যান।

এ নিয়ে এনএসসি মুখপাত্র ওয়াটসন বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা বন্ধ করার আহ্বান জানাই। সেইসঙ্গে পিয়ংইয়ং রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য জনসাধারণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা মেনে চলারও আহ্বান জানাচ্ছি।