রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৯২৭ সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না: রুহিন হোসেন প্রিন্স প্রশাসনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে: মান্না মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ আ. লীগের নেতারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত অন্তর্বর্তী সরকারে বিপ্লব বিরোধী উপদেষ্টাদের অপসারণের দাবি বিএনপির মাঠে আছি, আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান ছবির নায়ক প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ মল্লিকার সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা বিকল্প পথ নির্মাণ না করে সেতু ভাঙন, ভোগান্তি অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব ডিবি কার্যালয়ে কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিবিপ্রধান বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল কোনো অবস্থাতেই দেশের মানুষকে নিরাশ করা যাবে না: কর্নেল অলি গডফাদার ও টাকা পাচারকারীদের জননী শেখ হাসিনা : রিজভী ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’ কয়েক ঘণ্টার মধ্যে ৬০০ জনকে গুলি করে মারল আল-কায়েদা লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল
ব্রেকিং নিউজ :
রোববার পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা ::: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাটের ১২ ইউনিয়নের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী; তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত ::: কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ::: শেরপুরে রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়েছে, লোকালয়ে প্রবেশ করেছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ::: নেত্রকোণায় সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্ট ও কংসের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচে

আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ

বিনোদন প্রতিবেদক / ১৮৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ

তারকারা সাধারণত পর্দায় অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন নিজেদের। কিন্তু এবার হচ্ছে ব্যতিক্রম। ব্যাটে-বলে মাঠে লড়বেন পর্দার তারকারা। ডাগআউটে আর গ্যালারিতে বসে অন্য তারকারা সমর্থন দেবেন খেলোয়াড় তারকাদের। রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে দেখা যাবে এই দৃশ্য।

তারকাদের এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। যা আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। জি নেক্সট জেনারেশনের আয়োজনে টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল। প্রতি দলে থাকবেন ১০ থেকে ১৫ জন খেলোয়াড়।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজনে মোট আটটি দল অংশ নেবে। প্রতিটি দলে খেলোয়াড় হিসেবে থাকবেন ১০ থেকে ১৫ জন তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন নির্মাতা। এরা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। দলগুলো পুরুষ তারকাদের সঙ্গে নারী তারকারাও অংশ নেবেন।

জানা গেছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দলে আছেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ অনেকে।

শিহাব শাহীনের দলে থাকছেন আরিফিন শুভ, মিথিলা, সাফা কবির; চয়নিকা চৌধুরীর দলে পরীমণি ও তমা মির্জা; দীপংকর দীপনের দলে এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও রোশান; মোস্তফা কামাল রাজের দলে শরিফুল রাজ ও মেহজাবীন; রায়হান রাফীর দলে আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকারা।

এছাড়া এই টুর্নামেন্টে চিত্রনায়ক সাইমন সাদিক, স্পর্শিয়া ও তানজিন তিশার মতো অভিনয়শিল্পীদেরও থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে তারকাদের এই টুর্নামেন্ট সম্পর্কে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন বলেন, সিসিএল আয়োজন নিঃসন্দেহে দারুণ একটি উদ্যোগ। আমাদের ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, তার অংশ হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছি। আর আগামীতে ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে আমাদের লাল–সবুজের জাতীয় দল, তাদের উৎসাহ দেয়ার জন্য এ আয়োজন।

জানা গেছে, তারকাদের এই টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য ট্রফি এবং লাখ টাকারও বেশি পুরস্কার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ