ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমানের স্ত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের জামিন মঞ্জুর দিয়েছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের ১৫ই জানুয়ারি দিন নির্ধারণ করেছেন।

আজ মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এর চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে আত্মসমর্পণের পর গত তেসরা সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তিনি আপিল বিভাগে আপিল করে জামিন চান।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই মামলায় একই বছর বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট তাঁদের খালাস দেন।

দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়। এরপর হাইকোর্ট পুনঃশুনানি শেষে গত ৩০ মে তাঁদের দণ্ড বহাল রেখে রায় দেন।

গত ৭ই আগস্ট সেই রায় প্রকাশ হয়। রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাঁদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী আত্মসমর্পণ করেন সাবেরা আমান।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমানের স্ত্রীর জামিন

আপডেট সময় : ০৭:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

দুর্নীতির মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের জামিন মঞ্জুর দিয়েছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের ১৫ই জানুয়ারি দিন নির্ধারণ করেছেন।

আজ মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এর চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে আত্মসমর্পণের পর গত তেসরা সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তিনি আপিল বিভাগে আপিল করে জামিন চান।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই মামলায় একই বছর বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট তাঁদের খালাস দেন।

দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়। এরপর হাইকোর্ট পুনঃশুনানি শেষে গত ৩০ মে তাঁদের দণ্ড বহাল রেখে রায় দেন।

গত ৭ই আগস্ট সেই রায় প্রকাশ হয়। রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাঁদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী আত্মসমর্পণ করেন সাবেরা আমান।