বিশ্বকাপে যাচ্ছেন কেইন উইলিয়ামসন
- আপডেট সময় : ০৫:৩৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪৩ বার পড়া হয়েছে
মার্চে চোট পেয়েছিলেন, তবু কেইন উইলিয়ামসনের বিশ্বকাপে যাওয়া অনিশ্চয়তায় ছিল। গতকাল সে অনিশ্চয়তা দূর হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে হাঁটুর চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন বিশ্বকাপের ১৫ স্কোয়াডে থাকবেন।
আইপিএলের একদম শুরু দিকে হাঁটুতে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সীমানা দড়িতে ফিল্ডিং করার সময় পাওয়া সে চোটের পর দীর্ঘ পুণর্বাসন প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। তবে আগামী ৫ অক্টোবরের আগেই সেরে উঠবেন বলে জানা গেছে।
যদিও ব্ল্যাকক্যাপস কোচ গ্যারি স্টিড অবশ্য নিশ্চিত নন, প্রথম ম্যাচেই খেলতে পারবেন উইলিয়ামসন, ‘কেইন তার পুণর্বাসনে অসাধারণ নিবেদন দেখিয়েছে। ওর চারপাশে ভালো বিশেষজ্ঞ দলও সাহায্য করছে। শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলার জন্য ও চেষ্টার কোনো বাকি তাখেনি। ওকে দলে রাখতে পেরে আমরা খুশি।’
উইলিয়ামসনের ধৈর্য দেখে মুগ্ধ স্টিড, ‘পুণর্বাসন নিয়ে ওর একটা ধারণা ছিল এবং দ্রুত ফেরার জন্য চেষ্টা করেনি। আগেই যেমনটা বলেছি, সে নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন খেলতে চায়। ওর পুণর্বাসনে যতটা সম্ভব সাহায্য করতে চেয়েছি আমরা। বিশ্বকাপ ছোট কোনো টুর্নামেন্ট না, এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে আগামী এক মাস আমরা ওর অবস্থা পর্যবেক্ষণ করব।’
আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করবে নিউজিল্যান্ড। তার আগেই বিশ্বকাপের দলে নিজের যাওয়া নিশ্চিত করতে পেরে আনন্দিত উইলিয়ামসন, ‘পুরো প্রক্রিয়ায় আমি ভেবেছি হয়তো ক্রিকেটে ফিরতে পারব। কিন্তু নির্দিষ্ট দিন বা ম্যাচকে মাথায় রাখিনি। নির্বাচিত হলেও সে চিন্তা পালটে যাচ্ছে না। আমি জানি এখনো অনেক কাজ বাকি। দলের সঙ্গে মাঠে ফেরার আগে অনেক লক্ষ্য পূরণ করতে হবে।’