ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর হেলথ এন্ড হোপ এবং শমরিতা হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যুকে সামনে নিয়ে আনা হয়েছে। এটা কোন বিচ্ছিন্ন বিষয় না। ড. ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার।

কর্মসূচিতে রক্তদান করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ডেঙ্গু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ তারা। ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত।’

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১৬০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তাদের আশঙ্কা, এর মাধ্যমে ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে।

এ ঘটনার পরপরই, এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইউনূসের বিরুদ্ধে মামলা সরকার করেনি, করেছে অধিকারবঞ্চিত শ্রমিকরা। মামলার মাধ্যমে ইউনূসকে হয়রানির অভিযোগও নাকচ করে দেন সরকার প্রধান। এ সময় বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চিঠিদাতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান তিনি।

এরপরপরই এই চিঠির বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছে দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো। তাদের দাবি, এর মাধ্যমে দেশের স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার: ফখরুল

আপডেট সময় : ০৭:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর হেলথ এন্ড হোপ এবং শমরিতা হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যুকে সামনে নিয়ে আনা হয়েছে। এটা কোন বিচ্ছিন্ন বিষয় না। ড. ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার।

কর্মসূচিতে রক্তদান করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ডেঙ্গু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ তারা। ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত।’

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১৬০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তাদের আশঙ্কা, এর মাধ্যমে ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে।

এ ঘটনার পরপরই, এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইউনূসের বিরুদ্ধে মামলা সরকার করেনি, করেছে অধিকারবঞ্চিত শ্রমিকরা। মামলার মাধ্যমে ইউনূসকে হয়রানির অভিযোগও নাকচ করে দেন সরকার প্রধান। এ সময় বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চিঠিদাতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান তিনি।

এরপরপরই এই চিঠির বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছে দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো। তাদের দাবি, এর মাধ্যমে দেশের স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা হয়েছে।