Dhaka ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জন্মাষ্টমীতে দেশজুড়ে বর্ণিল শোভাযাত্রা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০১:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৭ দেখেছেন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শুভ জন্মাষ্টমী। বুধবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে ছিল বিশেষ পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনার আয়োজন। পরে দেশজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণিল সাজে মেতে উঠেন উচ্ছ্বাসে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর। তাঁরই ৫ হাজার ২৪৯তম শুভ আবির্ভাব তিথি আজ। উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে পালিত হলো শুভ জন্মাষ্টমী। বন্দরনগরীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগরীর আন্দরকিল্লা মোড় থেকে কৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের কারাগার সহ শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের চিত্ররূপ তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।

জন্মাষ্টমী উপলক্ষে সকালে নোয়াখালীর শ্রী শ্রী রাধা মাধব জিও মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা চৌমুহনী বাজারের মূল সড়ক ঘুরে রাধা মাধব জিওর মন্দিরে গিয়ে শেষ হয়।

সিলেটে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নগরীর মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রম থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ীতে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বরিশালে আয়োজন করা হয় শোভাযাত্রা। বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহী নগরীর সাহেব বাজার হনুমান জিওর আখড়া মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অংশ নেন নানা সাজে সজ্জিত ভক্তরা।

এছাড়াও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, পাবনা, বান্দরবান, শরিয়তপুর, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ সারাদেশে বিপুল আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমি।

জন্মাষ্টমীতে দেশজুড়ে বর্ণিল শোভাযাত্রা

আপডেট : ০১:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শুভ জন্মাষ্টমী। বুধবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে ছিল বিশেষ পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনার আয়োজন। পরে দেশজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণিল সাজে মেতে উঠেন উচ্ছ্বাসে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর। তাঁরই ৫ হাজার ২৪৯তম শুভ আবির্ভাব তিথি আজ। উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে পালিত হলো শুভ জন্মাষ্টমী। বন্দরনগরীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগরীর আন্দরকিল্লা মোড় থেকে কৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের কারাগার সহ শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের চিত্ররূপ তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।

জন্মাষ্টমী উপলক্ষে সকালে নোয়াখালীর শ্রী শ্রী রাধা মাধব জিও মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা চৌমুহনী বাজারের মূল সড়ক ঘুরে রাধা মাধব জিওর মন্দিরে গিয়ে শেষ হয়।

সিলেটে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নগরীর মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রম থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ীতে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বরিশালে আয়োজন করা হয় শোভাযাত্রা। বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহী নগরীর সাহেব বাজার হনুমান জিওর আখড়া মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অংশ নেন নানা সাজে সজ্জিত ভক্তরা।

এছাড়াও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, পাবনা, বান্দরবান, শরিয়তপুর, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ সারাদেশে বিপুল আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমি।