বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না: পানিসম্পদ উপমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বুধবার (৬ সেপ্টেম্বর) শরীয়তপুরের নড়িয়া পানি ভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।
এনামুল হক শামীম বলেন, অপরাজনীতির কারণে বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। নৌকাকে কীভাবে তীরে ভেড়াতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
এনামুল হক বলেন, শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি ক্ষমতায় না থাকলে পদ্মাসেতু তৈরি হতো না। তাঁর নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার প্রমুখ।