রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৯২৭ সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না: রুহিন হোসেন প্রিন্স প্রশাসনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে: মান্না মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ আ. লীগের নেতারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত অন্তর্বর্তী সরকারে বিপ্লব বিরোধী উপদেষ্টাদের অপসারণের দাবি বিএনপির মাঠে আছি, আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান ছবির নায়ক প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ মল্লিকার সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা বিকল্প পথ নির্মাণ না করে সেতু ভাঙন, ভোগান্তি অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব ডিবি কার্যালয়ে কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিবিপ্রধান বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল কোনো অবস্থাতেই দেশের মানুষকে নিরাশ করা যাবে না: কর্নেল অলি গডফাদার ও টাকা পাচারকারীদের জননী শেখ হাসিনা : রিজভী ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’ কয়েক ঘণ্টার মধ্যে ৬০০ জনকে গুলি করে মারল আল-কায়েদা লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল
ব্রেকিং নিউজ :
রোববার পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা ::: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাটের ১২ ইউনিয়নের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী; তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত ::: কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ::: শেরপুরে রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়েছে, লোকালয়ে প্রবেশ করেছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ::: নেত্রকোণায় সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্ট ও কংসের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচে

রাশিয়াকে অস্ত্র দিলে কড়া মূল্য দিতে হবে উত্তর কোরিয়াকে

আন্তর্জাতিক ডেস্ক / ২০০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
রাশিয়াকে অস্ত্র দিলে কড়া মূল্য দিতে হবে উত্তর কোরিয়াকে

রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করতে যাচ্ছে উত্তর কোরিয়া। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেছে, উত্তর কোরিয়া যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে তবে তাকে কড়া মূল্য চুকাতে হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র আলোচনা সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে। একটি আধুনিক সার্বভৌম রাষ্ট্রের অন্তর্গত অঞ্চল জয় করার চেষ্টায় রাশিয়াকে যদি উত্তর কোরিয়া অস্ত্র দিয়ে সহায়তা করে, তবে তার প্রতিক্রিয়া মোটেও ভালো হবে না।

এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলে ধারনা করা হচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এ দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তারা শুধু বলেছে, দুই নেতার মধ্যে সম্ভাব্য সরাসরি আলোচনার ব্যাপারে কিছু বলার নেই।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসতে শুরু করেছে। গত জুলাইয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেন এবং কিমের সঙ্গে দেখা করেন। কিম এবং পুতিনও গত মাসে তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করে চিঠি বিনিময় করেছেন।

গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেলও উত্তর কোরিয়াকে রাশিয়াকে অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেন, রাশিয়া অস্ত্রের জন্য উত্তর কোরিয়ার মুখাপেক্ষী হয়েছে। এটি রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতাকেই প্রমাণ করে। প্যাটেল আরও বলেন, আমাদের নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণের কারণে রাশিয়াকে মরিয়া হয়ে বিশ্বজুড়ে অস্ত্র অনুসন্ধান করতে হচ্ছে।

মস্কোকে অস্ত্র সরবরাহ করলে পিয়ংইয়ংকে কী ধরনের মূল্য চুকাতে হবে—এমন প্রশ্নের জবাবে প্যাটেল বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, আমাদের অংশীদারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ