ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কিয়েভে আকস্মিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার তিনি আকম্মিক কিয়েভে পৌঁছান। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, অ্যান্টনি ব্লিঙ্কেনের দু’দিনের এ সফরের ব্যাপারে আগে থেকে জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, এ সফরে ইউক্রেনকে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন ব্লিঙ্কেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তাঁর সফরের বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন করে আরও এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে লাখ লাখ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। গত চার মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। তবে এতে সফলতা খুবই সামান্য।

নিউজটি শেয়ার করুন

কিয়েভে আকস্মিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার তিনি আকম্মিক কিয়েভে পৌঁছান। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, অ্যান্টনি ব্লিঙ্কেনের দু’দিনের এ সফরের ব্যাপারে আগে থেকে জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, এ সফরে ইউক্রেনকে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন ব্লিঙ্কেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তাঁর সফরের বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন করে আরও এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে লাখ লাখ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। গত চার মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। তবে এতে সফলতা খুবই সামান্য।