ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাঁচ অলরাউন্ডার নিয়ে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ২৯ দিন। ইতোমধ্যে স্বাগতিক ভারত ও চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এবার চূড়ান্ত দল ঘোষণা করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত আগস্ট মাসে সবার আগে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখান থেকেই এবার ১৫ সদস্যের দল চূড়ান্ত করল তারা।

এদিকে দল ঘোষণার আগে অস্ট্রেলিয়াকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। শঙ্কা ছিল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। অবশেষে তাকেও স্কোয়াডে রেখেছে বোর্ড। যদিও তিনি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি হয়তো খেলতে পারবেন না।

যথারীতি অধিনায়কের দায়িত্ব ‍তুলে দেয়া হয়েছে প্যাট কামিন্সকে। দলে নেয়া হয়েছে পাঁচ অলরাউন্ডার। দলের যে কোন প্রয়োজনে এই অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচেল মার্শ রয়েছেন দারুণ ফর্মে।

১৮ সদস্যের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন তানভীর সাঙ্গা, নাথান এলিস এবং অ্যারন হার্ডি। যদিও এরা সকলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের তারকা ব্যাটার মারনাস লাবুশেন ১৮ সদস্যের প্রাথমিক দলেই সুযোগ পাননি। ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হলেও অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৮ অক্টোবর। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

অস্ট্রেলিয়ার দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।

নিউজটি শেয়ার করুন

পাঁচ অলরাউন্ডার নিয়ে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৭:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ২৯ দিন। ইতোমধ্যে স্বাগতিক ভারত ও চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এবার চূড়ান্ত দল ঘোষণা করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত আগস্ট মাসে সবার আগে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখান থেকেই এবার ১৫ সদস্যের দল চূড়ান্ত করল তারা।

এদিকে দল ঘোষণার আগে অস্ট্রেলিয়াকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। শঙ্কা ছিল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। অবশেষে তাকেও স্কোয়াডে রেখেছে বোর্ড। যদিও তিনি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি হয়তো খেলতে পারবেন না।

যথারীতি অধিনায়কের দায়িত্ব ‍তুলে দেয়া হয়েছে প্যাট কামিন্সকে। দলে নেয়া হয়েছে পাঁচ অলরাউন্ডার। দলের যে কোন প্রয়োজনে এই অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচেল মার্শ রয়েছেন দারুণ ফর্মে।

১৮ সদস্যের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন তানভীর সাঙ্গা, নাথান এলিস এবং অ্যারন হার্ডি। যদিও এরা সকলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের তারকা ব্যাটার মারনাস লাবুশেন ১৮ সদস্যের প্রাথমিক দলেই সুযোগ পাননি। ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হলেও অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৮ অক্টোবর। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

অস্ট্রেলিয়ার দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।