কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের বিস্তার ও মৃত্যুর হার বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, করোনার নতুন ধরন এরিস ও পিরোলা’র বিরুদ্ধে কার্যকর টিকা উদ্ভাবনের দাবি করেছে মডার্না ও ফাইজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনোম গিব্রাসুস জানান, উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোয় করোনার নতুন ধরনের দ্রুত বিস্তার ঘটছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। হাসপাতাল ও আইসিইউতে ভর্তির ঘটনা বাড়ছে অ্যামেরিকা ও ইউরোপে।
তিনি জানান, হাতে আসা ৪৩ দেশের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই চিত্র উঠে এসেছে। তাই বিপদমুক্ত থাকতে সময়ক্ষেপণ না করে অবিলম্বে করোনা টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন গিব্রাসুস। তিন বছর পর চলতি বছরের মে মাসে করোনা বিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে, করোনা মোকাবেলায় আরও উন্নত টিকার উদ্ভাবন এবং পরীক্ষামূলক প্রয়োগে সফলতার সুখবর দিয়েছে মডার্না ও ফাইজার। বলা হয়েছে, করোনার নতুন ধরন বি.এ-টু পয়েন্ট এইট সিক্স বা পিরোলা এবং ইজি পয়েন্ট ফাইভ বা এরিসের বিরুদ্ধে শরীরে প্রতিরক্ষা বলয় তৈরি করবে এই টিকা।