বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আলোচনায়
- আপডেট সময় : ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৪৭ বার পড়া হয়েছে
প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোর পর্বের প্রথম খেলায় পাকিস্তানের কাছে হেরেছে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। কোন জুটি গড়তে না পারাও পরাজয়ের আরেকটি কারণ বলে মনে তিনি। লাহোরে খেলা শেষে প্রতিক্রিয়ায় সাকিব একথা বলেন। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও জানিয়েছেন ব্যাটসম্যানরাই এমন পরাজয়ের জন্য দায়ি।
লাহোরে গাদ্দাফী স্টেডিয়ামের যে উইকেটে বাংলাদেশ ও পাকিস্তান খেলেছে, সেই একই পিচে আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছিলো টাইগাররা। অবশ্য গ্রুপ পর্বের শেষ খেলায় বড় রান করা বাংলাদেশ দলকে খুঁজে পাওয়া যায়নি সুপার ফোর পর্বের প্রথম খেলায়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যানদের কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেনি। ইনিংসের ১০ ওভারের মধ্যেই বাংলাদেশ দলের প্রথম চার ব্যাটসম্যান বিদায় নিলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয়নি।
সুপার ফোর পর্বের প্রথম খেলায় বাংলাদেশ দলের ৯টি উইকেটই নিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলাররা। আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদের রান করার কোন বিকল্প নেই। আর দলের এই জায়গায় বাংলাদেশের এখনো অনেক উন্নতি করতে হবে বলে মনে করেন সহকারী কোচ নিক পোথাস।
তবে, ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনেও বাংলাদেশ দলের ফাস্ট বোলারদের পারফরমেন্সের প্রশংসা করেছেন অধিনায়ক ও সহকারী কোচ।