Dhaka ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু কবে, কিনবেন কীভাবে

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট : ০৫:৪৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭০ দেখেছেন

প্রথম ধাপে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রিতে অনেক সমালোচনা শুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। নির্ধারিত সময়ে লগইন করেও টিকিট কাটতে পারেননি অনেক সমর্থক। টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া বুকমাইশো কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে এই কারণে।

বিসিসিআই তাই দ্বিতীয় দফায় এক সঙ্গে ৪ লাখ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। টিকিটের বিপুল চাহিদা দেখে দ্রুত দ্বিতীয় দফায় টিকিট বিক্রিরি সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করেই ৪ লাখ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিবৃতিতে আরও জানানো হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টিকিট বিক্রি শুরু হবে। কিনতে হলে বিশ্বকাপের আনুষ্ঠানিক টিকিট বিক্রির ওয়েবসাইটে যেতে হবে সমর্থকদের।

আগামীকাল টিকিট কিনতে ব্যর্থ হলেও সমস্যা নেই। আরও কয়েক ধাপে টিকিট বিক্রি করা হবে। তবে দিন তারিখ এখনো জানানো হয়নি।

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু কবে, কিনবেন কীভাবে

আপডেট : ০৫:৪৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

প্রথম ধাপে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রিতে অনেক সমালোচনা শুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। নির্ধারিত সময়ে লগইন করেও টিকিট কাটতে পারেননি অনেক সমর্থক। টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া বুকমাইশো কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে এই কারণে।

বিসিসিআই তাই দ্বিতীয় দফায় এক সঙ্গে ৪ লাখ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। টিকিটের বিপুল চাহিদা দেখে দ্রুত দ্বিতীয় দফায় টিকিট বিক্রিরি সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করেই ৪ লাখ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিবৃতিতে আরও জানানো হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টিকিট বিক্রি শুরু হবে। কিনতে হলে বিশ্বকাপের আনুষ্ঠানিক টিকিট বিক্রির ওয়েবসাইটে যেতে হবে সমর্থকদের।

আগামীকাল টিকিট কিনতে ব্যর্থ হলেও সমস্যা নেই। আরও কয়েক ধাপে টিকিট বিক্রি করা হবে। তবে দিন তারিখ এখনো জানানো হয়নি।