সংখ্যালঘু বলে নিজেদের ছোট করবেন না, সব ধর্মের মানুষ সমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটাই বিশ্বাস করে।
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সারা দেশ থেকে আগত পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্তত ১০ হাজার নেতা এ শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন।
শ্রীকৃষ্ণের জন্মদিন শুধু উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাঁর বাণী ও কর্মকে নিজের জীবনের মধ্যে ফুটিয়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ন্যায় ও সত্যের পথে সংগ্রামে শ্রীকৃষ্ণ সব সময় পথ দেখায়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। দেশের বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী মন্দিরগুলো সংস্কার করা হচ্ছে।
সরকার প্রধান বলেন, জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে বলেই মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২ এর সংবিধান ফিরিয়ে আনতে পেরেছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার আঘাত করা হয়েছে, মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত করা হয়েছে। আমরা ক্ষমতায় এসে দেশে আবার সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই শ্লোগান আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই সব ধর্মের মানুষ বিনা বাধায় নিজ নিজ উৎসব পালন করবেন।