১৪ই সেপ্টেম্বর ভোটার হওয়ার শেষ সময়
- আপডেট সময় : ০১:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৪৭ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশন এক সপ্তাহ সময় দিয়েছে। সেক্ষেত্রে বাদ পড়া ভোটাররা ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আর এ সময় কেউ ভোটার হতে আবেদন করতে পারলেই একজন ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসির এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব আরও জানান, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী, প্রতি বছর ২ মার্চ আগের বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের (২০২২) ভোটার তালিকা প্রকাশ হয়েছে চলতি বছরের ২ মার্চ।
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন, কিন্তু ভোটার হতে পারেননি বা বাদ পড়েছেন, কেবল তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেই জন্যও আবেদন করতে পারবেন বলে জানান ইসি সচিব।’