ডেঙ্গুতে আরও ২০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯
- আপডেট সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৪ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৯১ জন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৮৯৯ জন আর রাজধানীর বাইরে ভর্তি হয় ১৭৯০ জন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৪ হাজার ১৫১ জন ঢাকার। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫ হাজার ৫৬০ জন। চলতি মৌসুমের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় এক লাখ ৪০ হাজার ৭১১ জন।
এর মধ্যে ঢাকার ৬৪ হাজার ১৭২ জন। রাজধানীর বাইরের ৭৬ হাজার ৫৩৯ জন। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফেরা ২০৮৫ জনকে নিয়ে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার ৩০৯ জন। এর আগে গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু রোগীদের চাপে হিমশিম অবস্থা কিছুটা কেটেছে রাজধানীর হাসপাতালগুলোতে। তবে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নগরবাসীর অভিযোগ, মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নেই সিটি করপোরেশনের।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। গত মাসেই ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।