৩ দিনের সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৬২৫ বার পড়া হয়েছে

জি-২০ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদানের কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৮ সেপ্টেম্বর দিল্লি যাবেন সরকার প্রধান। এরপর আগামী ১০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জি-২০ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বিষয়গুলো গুরুত্বপূর্ণ পাবে।
সফরকালে বাংলাদেশ ভারতের মধ্যে তিনটি এমওইউ স্বাক্ষর হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হাসিনা-মোদির দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্থিতিশীল নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কারও মাতব্বরি গ্রহণযোগ্য নয়। কারও পরামর্শ থাকলে দেবে, গ্রহণযোগ্য হলে ঢাকা গ্রহণ করবে না হলে বাংলাদেশের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।