এলইডি লেহেঙ্গা পরে ভাইরাল বিয়ের কনে
- আপডেট সময় : ০৬:২৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৬ বার পড়া হয়েছে
বিয়েকে স্মরণীয় করতে, চমক দিতে নানা কিছু করে থাকেন বর-কনে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে চমকপ্রদ কিংবা ভিন্ন কিছু হলে ছড়িয়ে পড়ে বেশি। যাকে বলে নেটদুনিয়ায় ভাইরাল। সম্প্রতি অভিনব এক বিয়ের আয়োজনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের এক তরুণী মেহেদী অনুষ্ঠানে এলইডি লাইট যুক্ত লেহেঙ্গা পরেছেন। রেহাব দানিয়াল নামের বিয়ের ওই কনেকে এমন আলো ঝলমলে লেহেঙ্গা উপহার দিয়েছেন বর।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন রেহাব নিজেই। সেখানে দেখা যায়, বর ও কনে হেঁটে আসছেন মূল অনুষ্ঠানস্থলে। তাঁদের ঘিরে আত্মীয়-প্রতিবেশীদের ভিড়। আর সবার নজর কনের পোশাকে। কারণ লেহেঙ্গা জুড়ে জ্বলছিল রঙিন এলইডি লাইট।
ভিডিও পোস্ট করে তরুণী লিখেছেন, ‘আমার মেহেদী অনুষ্ঠানের ভিডিও। এমন লেহেঙ্গার পরিকল্পনা আমার বরের। বিশেষ দিনে ও আমাকে বেশি উজ্জ্বল এবং আলোকিত দেখতে চেয়েছিল। আমি বলেছিলাম, লোকে কিন্তু মজা করবে। কিন্তু ও আমার জন্য এটা করেছিল। আর এ জন্য আমি গর্বিত।’
এদিকে এই অভিনব লেহেঙ্গা কাণ্ডে বেশ মজা পেয়েছে নেটিজেনরা। অনেকে ভিডিওর কমেন্ট বক্সে রসাত্মক সব মন্তব্য করেছেন। অনেকে আবার ভিডিও শেয়ার করে মজার ক্যাপশন জুড়ে দিয়েছেন।