‘বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে’
- আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ের এবং ক্ষমতার প্রভাব বলয়ের ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে ব্যবহারের সুযোগ করে দিচ্ছে সরকার। শুক্রবার মহিলা দলের শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, ক্ষমতাসীনদের এমন প্রচেষ্টা আশংকাজনক। সংঘাত এড়াতে দলীয় সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে আসতে আওয়ামী লীগের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব।
৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নয়াপল্টনে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জাতীয়তাবাদী মহিলা দল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে দেশে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। দেশের পর এখন আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, বিএনপিও নির্বাচন চায়। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে পিছপা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন মহিলা দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। যা নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন থানার সামনে দিয়ে আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।