শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরবেন মুশফিক
ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
পারিবারিক কারণে এশিয়া কাপের সুপার ফোরের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে ৩ দিনের জন্য দেশে ফিরবেন মুশফিকুর রহিম। এমনটি জানিয়েছে বিসিবি। আজ (শুক্রবার) বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান ১১, ১২ ও ১৩ই সেপ্টেম্বর এই তিনদিনের ছুটিতে বাংলাদেশে আসতে পারেন মুশফিক।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক।
কালকের ম্যাচের পর বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে। এক্ষেত্রে তার আবারও শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর মুশফিক যদি ফিরতে না পারেন, তাহলে বিকল্প কাউকে নেওয়া হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজম্যান্ট।
এর আগে নাজমুল হোসেন শান্ত দেশে ফিরেছেন চোটের কারণে।