ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হংকংয়ে ভারী বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট-শপিংমল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৯৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হংকংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পিতবার রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে ইতিমধ্যে শহরের রাস্তাঘাট, শপিংমল, মেট্রো স্টেশন বন্যায় ভেসে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের স্কুল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে ভেসে যাচ্ছে শহরের রাস্তা। মেট্রো স্টেশনের কর্মীরা কোমর পানিতে নেমে বন্যার স্রোত ঠেকানোর চেষ্টা করছেন। হংকং দ্বীপে যাওয়ার অন্যতম মাধ্যম ‘হারবার টানেল’ পর্যন্ত বন্যার পানিতে ডুবে গেছে।

হংকংয়ের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে কাউলুন শহরের উত্তর পূর্বাঞ্চলে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়ে ‘কালো সতর্কতা’ জারি করেছে সংস্থাটি।

টাইফুন হাইকুইয়ের প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় গতকাল থেকে চীনের গুয়াংডং উপকূলে প্রবল বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। হংকং স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, কালো সতর্কতা জারি থাকার কারণে আজ শুক্রবার সারাদিনই স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এ ছাড়া হংকংয়ের ওং তাই সিন জেলায় এতটাই বন্যা হয়েছে যে শহরের রাস্তায় যানবাহনগুলো পানিতে তলিয়ে গেছে।

এদিকে হংকং সরকার জানিয়েছে, বন্যার কারণে হংকং ও পার্শ্ববর্তী শহর শেনজেনের মধ্যে দুটি সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্টে কিছু যাত্রী ও কার্গো ক্লিয়ারেন্স পয়েন্ট স্থগিত করা হয়েছে। শহরের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা এমটিআর কর্প জানিয়েছে, বন্যার কারণে অন্তত একটি রেল লাইন বন্ধ রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে। অন্যদিকে হংকংয়ের ম্যাকাউ ফেরি অপারেটররা বলেছেন, বেশ কয়েকটি ফেরি ভ্রমণ স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হংকংয়ে ভারী বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট-শপিংমল

আপডেট সময় : ০৬:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

হংকংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পিতবার রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে ইতিমধ্যে শহরের রাস্তাঘাট, শপিংমল, মেট্রো স্টেশন বন্যায় ভেসে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের স্কুল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে ভেসে যাচ্ছে শহরের রাস্তা। মেট্রো স্টেশনের কর্মীরা কোমর পানিতে নেমে বন্যার স্রোত ঠেকানোর চেষ্টা করছেন। হংকং দ্বীপে যাওয়ার অন্যতম মাধ্যম ‘হারবার টানেল’ পর্যন্ত বন্যার পানিতে ডুবে গেছে।

হংকংয়ের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে কাউলুন শহরের উত্তর পূর্বাঞ্চলে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়ে ‘কালো সতর্কতা’ জারি করেছে সংস্থাটি।

টাইফুন হাইকুইয়ের প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় গতকাল থেকে চীনের গুয়াংডং উপকূলে প্রবল বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। হংকং স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, কালো সতর্কতা জারি থাকার কারণে আজ শুক্রবার সারাদিনই স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এ ছাড়া হংকংয়ের ওং তাই সিন জেলায় এতটাই বন্যা হয়েছে যে শহরের রাস্তায় যানবাহনগুলো পানিতে তলিয়ে গেছে।

এদিকে হংকং সরকার জানিয়েছে, বন্যার কারণে হংকং ও পার্শ্ববর্তী শহর শেনজেনের মধ্যে দুটি সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্টে কিছু যাত্রী ও কার্গো ক্লিয়ারেন্স পয়েন্ট স্থগিত করা হয়েছে। শহরের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা এমটিআর কর্প জানিয়েছে, বন্যার কারণে অন্তত একটি রেল লাইন বন্ধ রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে। অন্যদিকে হংকংয়ের ম্যাকাউ ফেরি অপারেটররা বলেছেন, বেশ কয়েকটি ফেরি ভ্রমণ স্থগিত করা হয়েছে।